বরিশাল আইএইচটি
শোক মিছিলে লোক নিতে ছাত্রলীগ-প্রজন্মলীগ মারামরি
জাতীয় শোক দিবসের মিছিলে লোক নেয়াকে কেন্দ্র করে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এ সময় ভাঙচুর করা হয়েছে হোস্টেলের বেশ কয়েকটি কক্ষ।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটে এ ঘটনা।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, হোস্টেলে থাকা ছাত্রদের নিজ নিজ ব্যানারে শোক দিবসের অনুষ্ঠান ও মিছিলে নিতে চাইছিল মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও কলেজ ছাত্রলীগ। এ নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একসময় মারামারিতে জড়িয়ে পড়ে তারা।
এ সময় উভয় পক্ষ বহিরাগতদের সহায়তায় ছাত্র হোস্টেলের ডাইনিং টেবিল ও বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। পরে পুলিশ এলে বহিরাগতরা পালিয়ে যায়।
ছাত্রলীগের নেতা সবুজ দাবি করেন, মিছিলে লোক নেয়ার ঘটনায় প্রজন্মলীগের জাহেদ শরীফের নেতৃত্বে বেশ কিছু লোক হোস্টেলে ও সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তারা ক্যাম্পাসে গেলে জাহেদ পালিয়ে যায়।
এদিকে জাহেদের অনুসারী মাসুদকে মারধরের অভিযোগ উঠেছে। পরে তিনি প্রতিপক্ষের কাছে ক্ষমা চেয়ে শিক্ষকদের হস্তক্ষেপে ছাড়া পান।
বরিশাল মেট্রোপলিটন থানা পুলিশের উপপরিদর্শক মুরাদ জানান, খবর পাওয়ার পর তারা ক্যাম্পাসে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রাবাসের ডেপুটি হোস্টেল সুপার সুবোধ রঞ্জন মন্ডল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বেলা ১২টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হন অশোক নামের একজন ছাত্র। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন