মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শোবার ঘরে গোখরা, তিন ঘণ্টায় নিধন ২৭

রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার একটি বাড়িতে ২৭টি গোখরা প্রজাতির সাপ একই রাতে মেরে ফেলা হয়েছে। মঙ্গলবার সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে ওই সাপগুলো মেরে ফেলা হয়েছে। সাপ আতঙ্কে সারারাত ঘুমাতে পারেনি ওই পরিবারসহ আশপাশের লোকজন। এখনও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মেরে ফেলা সাপগুলো দেখতে এলাকার সাধারণ মানুষ বাড়িটিতে ভিড় করতে থাকেন।

বাড়ির মালিক মাজদার আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি তার ঘরে ঢুকে দেখেন বিছানায় স্ত্রী ও সন্তান শুয়ে আছে। ঘরের মধ্যে অন্ধকার। ফলে মাটির ওই ঘরে ঢুকেই তিনি আলো জ্বালান। আর তখনই তার চোখে পড়ে একটি সাপের বাচ্চা। সাথে সাথে তিনি লাঠি নিয়ে এসে সেটিকে পিটিয়ে মেরে ফেলেন। সাপটি মেরে ফেলার পরে তিনি তার স্ত্রী-সন্তানকে ঘুম থেকে ডেকে তুলে বাইরে বের করে দেন। এর কিছুক্ষণ পরে আরো দুটি সাপের বাচ্চা ঘরের মেঝেতে দেখতে পান মাজদার। তখন ওই দুটি সাপকেও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।

মাজদার আরো বলেন, তিনটি বাচ্চা মারার পরে মাজদার আলী ঘরে মধ্যে আরো সাপ থাকতে পারে এমন আতঙ্কে ভুগছিলেন। এরই মধ্যে পরপর আরো কয়েকটি সাপ মেঝেতে বের হয়ে আসে। তখন তিনি আতঙ্কে ঘর থেকে বের হয়ে বাড়ির অন্য ঘরগুলোতে বসবাসকারী দুই ভাই সাইদার আলী ও হায়দার আলীকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তিন ভাই লাঠি নিয়ে ওই সাপ ক’টিও মেরে ফেলেন পিটিয়ে। একপর্যায়ে তারা ঘরের মাটির দেয়াল খুঁজে দেখতে পান, তার একটি গর্ত থেকে একের পর এক সাপের বাচ্চাগুলো বের হয়ে আসছে। আর বের হয়ে আসা ওই সাপগুলোকে পিটিয়ে মারতে থাকেন তারা। শেষ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ২৭টি সাপ পিটিয়ে মারেন তারা।

মাজদার আলীর ভাই সাইদার আলী জানান, সাপের বাচ্চাগুলো হয়তো গরমে মাটির ভেতরে গর্তে না থাকতে পেরে ঘরের মধ্যে বের হয়ে আসছিল। এতে করে পুরো বাড়িতেই সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজনও ওই বাড়িতে জড়ো হতে থাকেন। তারাও তখন থেকেই সাপ আতঙ্কে ভুগতে থাকেন। ফলে সারারাত ওই বাড়িসহ আশপাশের লোকজন প্রায় নির্ঘুম কাটিয়েছেন বলেও দাবি করেন সাইদার আলী।

তবে রাতভর বাড়ির সব গর্তগুলো খুঁড়ে আর কোনো সাপ আছে কিনা- তা তল্লাশি করা হয়। গর্তগুলোতে পানি দিয়েও রাখেন তারা। তবে ২৭টি সাপের বাচ্চা মারার পর আর কোনো সাপ আজ পর্যন্ত ওই বাড়িতে দেখা যায়নি বলেও দাবি করেন হায়দার আলী।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক