‘শো ইউর পাসপোর্ট’ শুয়ে পরল ৪ বাংলাদেশী!
দিন দিন বাংলাদেশের শ্রমিকের চাহিদা কমছে বহিঃবিশ্বে। এর পিছনের কারণ খোঁজ করতে কাজ করছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে সঠিক ভাবে কোন নির্দিষ্ট কাজের ওপর দক্ষতা অর্জন করার পরই কেউ বিদেশ গমন করতে পারবে। সরকারের কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন ফাক-ফোঁকর দিয়ে অনেক অদক্ষ শ্রমিক পাড়ি জমাচ্ছে বিদেশে। তার খেসারত হিসেবে দক্ষ অনেক শ্রমিক যেতে পারছে না বিদেশে, পাচ্ছে না সঠিক দাম।
বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক বিদেশে গমন করেন তাদের অনেকেরই থাকে না ন্যূনতম সাধারণ জ্ঞান। তারা এমন সব কান্ড করেন যেটা অনেকেই শিশু-সুলভ আচরন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে মালেশিয়ায়।
ষ্টুডেন্ট ভিসা নিয়ে মালেয়শিয়ায় লেখাপড়া করতে গেছেন গাজী আবু সাঈদ জুম্মন (ছদ্ধ নাম)। লেখাপড়ার পাশাপাশি মালেয়শিয়ায় পার্ট-টাইম জবের একটা সুযোগ পায় ওইখানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে জুম্মন একটা ছোটখাটো চাকরি করত। কিন্তু সেখান থেকে যেই পরিমান অর্থ আয় হত সেটা দিয়ে জুম্মন ঠিকঠাক ভাবে চলতে পারত না। তাই প্রতি মাসেই বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হত তার জন্য। তাই জুম্মনও মনে মনে ঠিক করেছিল যদি এর থেকে ভাল কোন চাকরির সুযোগ পায় তা হলে এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য চাকরি করবে।
অবশেষে এমন একটা চাকরির সন্ধান পেল জুম্মন। যেমন ভাবনা তেমন কাজ। একটা জীবন বৃত্তান্ত নিয়ে চলে গেলেন সেই অফিসে। যথারীতি তার মতো অনেকেই আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। সেখানে বিভিন্ন দেশের নাগরিক সহ উপস্থিত ছিল কিছু বাংলাদেশী।
বেশ কিছুক্ষন পর এলেন ইন্টারভিউ নেওয়ার কর্মকর্তা। এসে সবার উদ্দেশ্যে বললেন, ‘শো ইউর পাসপোর্ট’। সাথে সাথে সেখানে উপস্থিত ৪ বাংলাদেশী তাদের হাতের পাসপোর্ট নিয়ে ফ্লোরে শুয়ে পরলেন। তাদের এই অবস্থা দেকে অট্ট-হাসিতে মেতে উঠল ভিনদেশী সহ সবাই।
৪ বাংলাদেশীর এই অবস্থা দেখে সাথে সাথে ইন্টারভিউ কক্ষ থেকে বের হয়ে যান জুম্মন। মনে মনে ভাবতে থাকেন একজন বাংলাদেশী হিসেবে এখানে চাকরি করে কখনই সঠিক সম্মান পাব না। ফিরে যান তার সেই পুরনো চাকরিতেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন