শ্বশুর-শ্যালকের পিটুনিতে জামাই নিহত

পারিবারিক বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় শ্বশুর ও শ্যালকের পিটুনিতে জামাই টুটুল নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মারা যান। নিহত টুটুল একই পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফার্মপাড়ার নিহত টুটুল ও তার শ্বশুর একই পাড়ার নুর আলীর সঙ্গে কয়েক মাস থেকে বিরোধ চলে আসছিল। টুটুলের স্ত্রী নাজমা এক সন্তানের জননী। তিনি স্বামীর কাছ থেকে বাপের বাড়ি চলে যান। টুটুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে তার শ্বশুর নুর আলী ও ছেলে মোস্ত জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে বাড়ির পাশে ফেলে রাখেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে টুটুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে এ ঘটনার পর পর শ্বশুর ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন