শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করেও ফাইনালে বার্সা
এক ম্যাচে কত কী! গোল, পাল্টা গোলে সমতা, তিন-তিনটি লাল কার্ড, মেসির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরা, শেষ মুহূর্তে বার্সেলোনার নয়জনের দল নিয়ে খেলা। সব রকমের নাটকীয়তা শেষে জয়টা অবশ্য বার্সারই।
কোপা দেল রে কাপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে কাতালানরা ন্যু ক্যাম্পে ৯ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে।
লুইস সুয়ারেজের গোলের পর গ্যামেরিওর গোলে সমতায় ফিরে অ্যাটলেটিকো। তবে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালানরা জিতলেও রেফারির লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লুইস সুয়ারেজ এবং সার্জিও রবার্তো।
অ্যাটলেটিকো মাদ্রিদের ফেরেইরাও লাল কার্ড পেয়েছেন। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড এবং তিনটি লাল কার্ড দিয়েছেন রেফারি। অবশ্য ফাইনাল নিশ্চিত হওয়ায় সবকিছুই ভুলে গেছে বার্সেলোনা।
কোচ এনরিকে বলেছেন, ‘যোগ্য হিসেবেই বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করেছে। ’ কোপা দেল রে কাপের ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হতে পারে লুইস এনরিকের সাবেক ক্লাব সেল্টা ভিগোর। অবশ্য অ্যালভেসও প্রথমবারের মতো কোপা দেল রে কাপের ফাইনাল খেলতে পারে। খবর বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন