শ্যুটিং এর সময় গোপন ক্যামেরায় অভিনেত্রীর ভিডিও
পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরায় অভিনেত্রীর ভিডিও তোলার অভিযোগে গ্রেফতার এক কস্টিউম অ্যাসিস্ট্যান্ট। পুলিশ সূত্রের খবর, মাধ এলাকার একটি বাংলোয় ওই শ্যুটিং-কর্মী পোশাক বদলানোর ঘরে নিজের মোবাইল ফোন রেখে দিয়েছিল। ওই বাংলোয় একটি টেলিভিশন শো-য়ের শ্যুটিং চলছিল। আব্দুল কায়ুম আনসারি নামের ওই অভিযুক্ত ৪৯ বছরের ওই অভিনেত্রীর মেক-আপ টেবিলের নিচে মোবাইলটি রেখে দিয়েছিল। কায়ূমকে গ্রেফতার করা হয় এবং পরে সে অবশ্য জামিন পেয়ে যায়।
মালবনি থানার সিনিয়র ইন্সপেক্টর মিলিন্দ খেটলে জানিয়েছেন, গত ৮ জুলাই রাতে শ্যুটিং শেষে পোশাক বদলের ঘরে মেকাপ-টেবিলের নিচে ওই মোবাইল ফোনটি দেখতে পান। সেটি ভিডিও-রেকর্ডিং মোডে ছিল। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন মোবাইলটি কায়ূমের। সে ওই অভিনেত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের না করার অনুরোধ জানায়। টেলিভিশন শো-এর প্রোডাকশন ম্যানেজারের কাছেও লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করে সে। কিন্তু গত শুক্রবার রাতে এফআইআর দায়ের করা হয় এবং এর ভিত্তিতে গত শনিবার কায়ূমকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন