শ্রদ্ধা কাপুরের নিজের একান্ত কিছু কথা
বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় নাম শ্রদ্ধা কাপুর। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং গায়িকা, যিনি মূলত বলিউড ছবিতে কাজ করেন। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। তিনি ২০১০ সালে টীন পাটি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে ‘লাভ কা দ্য এন্ড’ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।
কাপুর ‘আশিকি ২’ রোমান্টিক নাট্য চলচ্চিত্র, এবং পরবর্তীকালে বাণিজ্যিকভাবে সফল থ্রিলার ‘এক ভিলেন’ (২০১৪) এবং সমালোচকদের কর্তৃক বহুল প্রশংসিত নাট্য ‘হায়দার’ চলচ্চিত্রে তার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন লাভ করেন। ১৯৮৯ সালের ৩মার্চ, এই প্রতিভাময়ী শিল্পী জন্মগ্রহন করেন। এ সপ্তাহেই তিনি ফ্লিম ফেয়ার এর এক সাক্ষৎকারের মুখোমুখি হন। জানান নিজের একান্ত কিছু কথা। চলুন জেনে নেই তার সেই কথাগুলো:
তিনি বিশ্বাস করে যে, অভিনেত্রীর সবচাইতে ভালো দিক হচ্ছে তার জীবদ্দশায় জীবনের অনেকগুলো চিত্র তুলে ধরতে পারে।
তিনি কোন কোন হিরোর সাথে অভিনয় করতে চান জানতে চাইলে তিনি জানান-
**শাহরুখ, আমির ও সালমান- এই সব তিন খানদের সঙ্গে কাজ করতে চাই।
তাকে গান গাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান-
**তার মা (শিভাঙ্গি কাপুর) তার গান গাওয়ার পেছনে প্রেরণা হিসেবে কাজ করেন। এবং লতা মঙ্গেশকরকে তার আইডল মনে করেন।
নাচে তিনি কাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছেন জানতে চাইলে তিনি জানান-
**এ ক্ষেত্রে তার অনুপ্রেরণা মাধুরী দীক্ষিত ছাড়া অন্য কেউ না।
তার প্রিয় সিনেমার কথা জানতে চাইলে তিনি জানান-
**তার প্রিয় সিনেমা শাহরুখ খান অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’।
তার স্মরনীয় মুহুর্ত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান-
**সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ABCD-2 সেটে ডান্সার রেমো ডি’সুজার সাথে তার সাক্ষাৎ এবং তার নাচ সম্পর্কে জানতে চাওয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন