শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা প্রয়োজন : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘শ্রমিক ভাইদের ন্যূনতম বেতন আরো বৃদ্ধি করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘আলাপ-আলোচনার ভিত্তিতে আপনাদের মজুরি যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেব।’
আজ রোববার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে হানিফ এ কথা বলেন। গাজীপুর জেলা শ্রমজীবী সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমি শ্রম মন্ত্রণালয়ে বলব, যাতে আমাদের গার্মেন্টস সেক্টরসহ যে সমস্ত সেক্টরে এখনো ট্রেড ইউনিয়ন নেই সেগুলোতে যাতে অতিদ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে ট্রেড ইউনিয়ন চালু করে এ শিল্প খাতকে যেন আর কোনো সমস্যায় না পড়তে হয়, সেদিকে লক্ষ রাখতে বলব।’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ভয়াবহ বিদ্যুৎ সংকট কাটিয়ে ৩১৫০ মেঘাওয়াট থেকে বর্তমানে ১৪৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তিনি আরো বলেন, ‘একদিকে শিল্পকারখানায়, অন্যদিকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে আপনাদের সঙ্গে আমি একমত।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খানসহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন