মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের বিরোধের পর বাস ধর্মঘট

জামালপুরে রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক আহত হয়েছেন।

প্রতিবাদে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে নান্দিনাগামী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আবুল কাসেমের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা, জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

ঘণ্টাব্যাপী অবরোধের একপর্যায়ে বাসশ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনির (৩২) নামের এক বাসশ্রমিক আহত হন। অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সব বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয়পক্ষ। তবে ঢাকাসহ সব রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আবিদ সৌরভ বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়, যত্রযত্র যাত্রী ওঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সঙ্গে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ছয় দফা দাবিতে এবং রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আমাদের প্রধান দাবি রাজিব পরিবহনের সব বাস বন্ধ রাখা। সেটা অব্যাহত রয়েছে।”

এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র রাস্তা অবরোধ করেন। মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করে শ্রমিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং একজন শ্রমিককে আহত করেন। এই ঘটনার প্রেক্ষিতে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ