শ্রীপুরে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু পথযাত্রী দুই শিশু
গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই শিশু। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আরএকে সিরামিক্স কারখানার বিষাক্ত বর্জ্য রাখার অরক্ষিত গর্তে পরে তারা গুরুতর আহত হয়। আহতরা হলেন স্থানীয় রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক নীল মিয়ার ছেলে সানমনি (৬) ও পারভেজ (৫)।
স্থানীয় পল্লী চিকিৎসক শাহিন জানান, দুই শিশু গর্তে ডুবে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারের ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গর্ত থেকে মুমুর্ষ অবস্থায় সানমনি ও পারভেজকে উদ্ধার করে তানিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সানমুনির অবস্থা অবনতি হওয়ায় তাকে আবাসিক চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের পরামর্শ দেন।
সানমনির বাবা নীল মিয়া জানান, কারখানার অরক্ষিত গর্তে পরে তার ছেলে গুরুতর আহত হলেও কারখানা কর্তৃপক্ষ চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করায় স্থানীয়দের বিক্ষোভের মুখে কারখানার লোক পরিচয়ে সাইফুল ও শাহিনকে ঘটনাস্থলে পাঠিয়ে মীমাংসার প্রস্তাব দেয়। পরে তোপের মুখে সানমুনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো ব্যবস্থা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন