শ্রীলংকায় বন্যায় কয়েক হাজার বাস্তচ্যুত

শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে ১০ মাসের শিশুসহ কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সরকার বন্যা কবলিত এলাকা ও ঢালের ওপর আশ্রয় নেয়া ব্যক্তিদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করেছে। বন্যার কবল থেকে পার্লামেন্ট ভবনসহ নিম্নাঞ্চলগুলোকে রক্ষা করতে কলম্বোর বিভিন্ন খাল পরিষ্কার করতে নৌবাহিনী সহায়তা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বন্যায় আট জনের প্রাণহানি হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। বন্যা ও ভূমিধসে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকায় এখনও ঢোকা যায়নি।
প্রতিরক্ষা সচিব করুণাসেনা হেত্তিয়ারাচ্চি সাংবাদিকদের বলেন, ‘উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালাতে কর্তৃপক্ষের অধীনে আমরা সেনা মোতায়েন করেছি।’দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে বসবাসরত প্রায় পাঁচ হাজার পরিবারকে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে বন্যা কবলিত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
সোমবার কলম্বোর প্রধান বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে এবং রাজধানীতে অনেক স্কুল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া আরো খারাপ ও বুধবার নাগাদ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন