শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কি বাংলাদেশই ফেভারিট?

কদিন বাদেই মাশরাফি- মুশফিকরা উড়ে যাবেন শ্রীলঙ্কায়। এক সময় উপমহাদেশীয় এই প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারতো না বাংলাদেশ। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখন মনে হচ্ছে, এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশই ফেবারিট। আসলেই কি তাই?
বর্তমান বাংলাদেশ দলে ৪০টির উপরে টেস্ট খেলা তিনজন ক্রিকেটার আছেন। টানা টেস্ট খেলে যাওয়া কয়েকজন সদস্যও আছেন। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান দলটি তুলনামূলক তরুণ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
সুজনকে জিজ্ঞেস করা হয়েছিলো, এবার কি ফেবারিট হিসেবেই বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে কিনা, জবাবে তিনি বলেন, ‘সেটা বলা যেতে পারে। আমার মনে হয় আমরা অভিজ্ঞতায় এগিয়ে থাকবো। নিউজিল্যান্ড সফরেও আমরা তা-ই ছিলাম। আমার বিশ্বাস আমাদের এই দলটা শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো ফরম্যাটে ম্যাচ জেতার ক্ষমতা রাখে।’
সুজনের এই বিশ্বাসের বড় একটা কারণ হতে পারে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার না থাকা। এ দুজন সব সময়ই বাংলাদেশের বিপক্ষে অসধারণ ক্রিকেট খেলেছেন। তারা না থাকা তাই বাংলাদেশের জন্য এক স্বস্তিদায়ক ব্যাপারই।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন