শ্রীলঙ্কার লজ্জাজনক পরাজয়

আবহাওয়ার ওপর রাগ হতেই পারে লঙ্কানদের। হেডিংলির আকাশের কান্না না থামলেই হতো! প্রকৃতির বৃষ্টি থামতেই শুরু হলো উইকেট বৃষ্টি। অ্যান্ডারসন-ফিনদের বোলিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসের চেয়ে কিছুটা অবশ্য ‘উন্নতি’ করেছে লঙ্কানরা! ৯১ রানের পর এবার অলআউট ১৯৯ রানে। তিন শ’র কম রান করেও তাই তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। জয়টা ইনিংস ও ৮৮ রানে।
২৯৮ রানের চেয়ে কম পুঁজি নিয়ে ইনিংস ব্যবধানে জেতার কীর্তি আছে আর একটিই। সেটিও গড়েছিল ইংল্যান্ড। ২০০০ সালে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারিয়েছিল তারা ২৭২ রান করে।
ম্যাচ তৃতীয় দিনেও আসতে পেরেছে আসলে বৃষ্টির কারণেই। ইংল্যান্ড প্রথম ইনিংসে খেলেছিল ৯০.৩ ওভার। শ্রীলঙ্কা ২ ইনিংস মিলিয়ে ব্যাট করেছে ৭২.১ ওভার। ম্যাচের দৈর্ঘ্য তাই মোটে ১৬২ ওভারের কিছু বেশি। ওভারের হিসেবে বলা যায় দুই দিনের কম সময়ে জিতে গেছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লঙ্কান ব্যাটিংয়ের মূল হন্তারক জেমস অ্যান্ডারসন। ২৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচের বোলিং বিশ্লেষণটা চোখধাঁধানো, ৪৫ রানে ১০ উইকেট!
আগের দিন আলোকস্বল্পতায় আগে শেষ হয়েছিল খেলা। বৃষ্টিতে তৃতীয় দিনেও দেরি হয় খেলা শুরু হতে। শুরুর পরই শ্রীলঙ্কার বিপত্তি। দুই ওপেনারকেই দারুণ দুটি ডেলিভারিতে ফেরান অ্যান্ডারসন।
লাঞ্চের একটু আগে আবার নামে বৃষ্টি। এবার খেলা বন্ধ থাকে ৩ ঘণ্টার মতো। শ্রীলঙ্কার রান তখন ২ উইকেটে ৭৭। বৃষ্টি বিরতিতেও অবশ্য এতটুকু কমেনি ইংলিশদের বোলিং ধার ও উইকেট শিকারের ক্ষুধা।
যা একটু লড়াই করেছেন কেবল কুশল মেন্ডিস। চতুর্থ টেস্টে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেছেন তরুণ এই প্রতিভাবান ব্যাটসম্যান। তাকেও ফেরান অ্যান্ডারসন। বৃষ্টির পর ৪০ রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় শেষ ৮ উইকেট।
দুই ইনিংস মিলিয়ে ২১০ রান, অলআউট হওয়া ম্যাচে শ্রীলঙ্কার ইতিহাসে সর্বনিম্ন।
প্রথম ইনিংসে উইকেটশূন্য স্টিভেন ফিন এবার তুলে নেন ৩ উইকেট। নুয়ান প্রদীপকে ফিরিয়ে লঙ্কানদের গুটিয়ে দেন অ্যান্ডারসন; পূর্ণ করেন ম্যাচে ১০ উইকেট।
সুইং বোলিংয়ের সুনিপুণ শিল্পী হলেও সুইংয়ের জন্য বিখ্যাত হেডিংলিতে এর আগে রেকর্ড বাজে ছিল অ্যান্ডারসনের। ৭ টেস্টে ছিল মোটে ১৯ উইকেট, ৫ উইকেট ছিল না একবারও। এবার এই মাঠের সঙ্গে হিসাব চুকালেন ইংলিশ বোলিংয়ের নেতা।
ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার ম্যাচে ১০ উইকেট পেলেন অ্যান্ডারসন। আর শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ইংলিশ পেসারের ১০ উইকেট এটিই প্রথম।
তবে অসাধারণ বোলিং ফিগারের পরও ম্যাচ সেরা অ্যান্ডারসন নন। উইকেটের সামনে-পেছনে অসাধারণ পারফরম্যান্সে সেটি যোগ্য হিসেবেই পেয়েছেন জনি বেয়ারস্টো। ব্যাট হাতে ১৪০ রানের অসাধারণ ইনিংসটির পর গ্লাভস হাতে দুই ইনিংসে নিয়েছেন ৯টি ক্যাচ!
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, চেস্টার-লি-স্ট্রিটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন