শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চেয়েছিল পাকিস্তান

আট বছর আগে ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ হয়ে গেছে। কোনো ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।
ভারত এবং বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশের বিপক্ষে আবুধাবি-দুবাইয়ের মাটিতে খেলেছে পাকিস্তান। আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে খেলা বেশ খরচসাপেক্ষ – এরকমটা উল্লেখ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছিল পাকিস্তান। এমনটাই জানিয়েছে দি ডেইলি টাইমস।
ডেইলি টাইমসের প্রতিবেদঅন অনুসারে সেটি আলোর মুখ দেখেনি বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান, “শ্রীলঙ্কার মাটিতে আমরা যে সময়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন করতে চেয়েছিলাম, সেইসময়ে শ্রীলঙ্কার নিজস্ব একটি হোম সিরিজ থাকায়পদক্ষেপটি স্থগিত রাখতে হয়।”
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পিসিবি চেয়ারম্যান। এসময় মিসবাহ-উল-হক এবং ইউনিস খানের অবসর প্রসঙ্গেও কথা বলেন তিনি। পিসিবি চেয়ারম্যান বলেন, “মিসবাহ-উল-হক এবং ইউনিস খানের অভিজ্ঞতাকে পাকিস্তান ক্রিকেটের স্বার্থে কাজে লাগানোর চিন্তা আছে। এই দুই ক্রিকেটারের অর্জনগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই তাদের কাছে সেই প্রস্তাব দেবে পিসিবি এবং আমাদের প্রস্তাবে একমত হলেই পিসিবিতে কাজ করবেন তারা।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন