শ্রীলঙ্কায় মুশফিক-মুস্তাফিজরা, দলের সঙ্গে যাননি ফিজিও
দীর্ঘ এক সিরিজ খেলতে চার বছর পর আবার শ্রীলঙ্কায় মুশফিকুর রহিম ও তার দল। আজ দুপুরে ঢাকা থেকে শ্রীলঙ্কার বিমানে চাপেন তারা। দল শ্রীলঙ্কায় গেলেও যাননি ফিজিও ডিন কনওয়ে। জানা গেছে বেতন সংক্রান্ত জটিলতার কারণে যাননি তিনি।
ডিন বাংলাদেশের সঙ্গে কাজ করবেন আগামী বিশ্বকাপ পর্যন্ত। তিন মাস আগেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। এতো দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা কিভাবে হলো— এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ঢাকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কিছু জটিলতা থাকতে পারে। আমরা দ্রুত এর সমাধান করে ফেলবো। তারপর কনওয়ে দলের সঙ্গে যোগ দিবেন।’
ডিন কনওয়ে না থাকায় খাদেমুল ইসলাম শাওন নামের একজন ফিজিও দলের সঙ্গে গেছেন। কনওয়ে ফিরলেও তিনি দলের সঙ্গেই থাকবেন বলে জানা গেছে।
এ দিকে পিএসএল নিয়ে ব্যস্ত থাকা তামিম ইকবাল দুবাই থেকে শ্রীলঙ্কায় ওড়ে যাবেন। পিএসএল খেলা মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দেশে ফিরে এসে দলের সঙ্গে শ্রীলঙ্কায় গেছেন।
সফরের প্রথম অংশে দুটি টেস্ট খেলবেন মুশফিকরা। সাত মার্চ থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এর আগে দুই ও তিন মার্চ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন