শ্রীলঙ্কায় সামুদ্রিক মাছ খেয়ে হাসপাতালে জিম্বাবুয়ের ক্রিকেটার!
শক্তির দিক দিয়ে দুই দলের অনেক ব্যবধান। তারপরেও লঙ্কানদের তাদের ঘরের মাটিতে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এই সুখস্মৃতির মধ্যে আরেক দুঃখজনক খবর জিম্বাবুয়ে শিবিরে। সামুদ্রিক মাছ খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান রায়ান বার্ল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসপাতালে ভর্তি বার্লের ছবিসহ অসুস্থতার কথা জানিয়েছেন ক্রিকেট জিম্বাবুয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানাতে ভুল করেননি বার্ল। এমন পরিস্থিতি তার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে জানান বার্ল, ‘এমন পরিস্থিতিতে কখনো ভাবিনি। হাম্বানটোটার হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। বলতে গেলে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো জীবনে। ,
চলমান বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক হয় বার্লের। ৯ ওয়ানডে ম্যাচে আশানুরুপ কিছুই করতে পারেননি তিনি। এখন পর্যন্ত মাত্র ১১৬ রান করেছেন বার্ল। চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ খেলার পরই অসুস্থ হয়ে পড়েন বার্ল। বর্তমানে চিকিৎকরা বার্লকে পর্যবেক্ষণে রেখেছেন।
তবে গত মাসে নেদারল্যান্ডস সফরে জিম্বাবুয়ের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে বিতর্কিত ক্যাচে আলোচনায় এসেছিলেন তিনি। বাউন্ডারি লাইন থেকে বল তালুবন্দি করে ক্যাচ দাবি করেছিলেন বার্ল। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার সময় তার পা বাউন্ডারি লাইনের ওপরই ছিলো। এ নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ উত্তেজনাও তৈরি হয়েছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন