শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলাকারী ৪ পাকিস্তানি জঙ্গি নিহত

২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলা ও লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। খবর জানিয়েছে পাকিস্তান টুডে।
দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর তথ্যমতে, রবিবার সকালে লাহোরের মিয়া টাউন বার্জসংলগ্ন রিং রোডের কাছে এক বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাঙভির ওই ৪ সদস্য নিহত হন।
সিটিডির বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস টিবিউন জানায়, স্থানীয় পুলিশ দপ্তরে খবর আসে লাহোরের মানাওয়া এলাকার একটি ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ৮ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও।
প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী হয় এ বন্দুকযুদ্ধ। এতে ওই চার জঙ্গি নিহত হয়। বাকি আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত চার জঙ্গির পরিচয় মিলেছে। তারা হলো যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন