শ্রীলঙ্কা সিরিজে দলে নেই কোহলি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন ভারতের বিরাট কোহলি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়নি। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েটিন্ট সিরিজে ভারতের এই টেস্ট অধিনায়ককে বিশ্রামে রেখেছে দলটির নির্বাচকরা।
বাংলাদেশে শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপ ও ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ভালেই শাণিয়ে নিচ্ছে ভারত। প্রস্তুতির অংশ হিসেব এবার শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৯, ১২ ও ১৪ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই ম্যাচে নেই কোহলি। অস্টেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে তিন ফিফটিতে ১৯৯ রান করেন তিনি। তবে ২৪ ফেব্রুয়ারিতে এশিয়া কাপকে সামনে রেখে কোহলিকে বিশ্রামে রাখা হয়েছে।
ভারত স্কোয়াড : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, মানিশ পান্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার ও পাওয়ান নেগি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন