শ্রীলেখা অভিনীত সেরা ৬ অন্তরঙ্গ দৃশ্য ( ভিডিও )
টলিউডের অন্যতম হট অভিনেত্রী শ্রীলেখার অনুরাগী সংখ্যা অগণিত৷তাঁর অসাধারণ সৌন্দর্য এবং আবেদনে তিনি বরাবরই সমসাময়িকদের থেকে এগিয়ে থেকেছেন৷কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে তিনি ততটা খোলামেলা হননি৷কিংবা বলা ভালো সম্পূর্ণ খোলামেলা কোনও দৃশ্যে তিনি এখনও পর্যন্ত অভিনয় করেননি৷আজ তাঁরই অভিনীত ৬টি ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা করা যাক৷
উড়ো চিঠি: অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলেখা মিত্র৷২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শ্রীলেখা এবং ইন্দ্রনীলের একটি শয্যাদৃশ্য ছিল৷সেখানে হলুদ আলোয় নায়কের সঙ্গে একটি শর্ট ড্রেসে অভিনয় করেছিলেন শ্রীলেখা৷
আশ্চর্য প্রদীপ: এই ছবিটিকে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য সম্বলিত সিনেমা বলা চলে না৷কারণ এখানে শেষের কিছু আগের একটি দৃ্শ্যে একটি ফিনফিনে পাতলা স্বচ্ছ শাড়িতে দেখা গিয়েছিল৷চরিত্রের প্রয়োজনে এই দৃশ্যে পোশাকটি অবশ্যম্ভাবী ছিল৷কারণ সেখানে তিনি ছিলেন এক দেহব্যবসায়ী৷
এক মুঠো ছবি: এক মুঠো ছবির অন্তর্গত অর্ঘকমল মিত্র পরিচালিত ‘জন্মদিন’ ছবিটিতে রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র অভিনয় করেছিলেন৷এই দুজনের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল ছবিতে৷এছাড়াও এই জুটি একাধিক রোমান্টিক এবং হট দৃশ্যে অভিনয় করেছেন৷
হ্যালো কলকাতা ও স্মৃতিমেদুর: ২০০৮ ও ০৯ সালে মুক্তিপ্রাপ্ত অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে পর পর দুটি ছবিতে কাজ করেছিলেন শ্রীলেখা৷দুটিতেই ইন্দ্রজিতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি৷যদিও ছবি দুটি বাণিজ্যিক সাফল্য পায়নি৷
টক মিষ্টি জীবন: ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিকে দ্বিতীয় নায়ক-নায়িকা জুটি হিসেবে অভিনয় করেছিলেন রণিত রায় ও শ্রীলেখা মিত্র৷দুজনেরই কিছু ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করেছিলেন এঁরা৷
কাঁটাতার: বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘কাঁটাতার’ ছবিতে শ্রীলেখা মিত্র অসাধারণ অভিনয় করেছিলেন৷সেখানে সহঅভিনেতার সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ এক চুমুর দৃ্শ্যে দারুণ গভীর অভিনয় করেছিলেন অভিনেত্রী৷ছবিটি বিভিন্ন আন্তর্জাতির চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছিল৷
https://www.youtube.com/watch?v=rUF5rIHSthM
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন