শ্লীলতাহানির শিকার হয়ে অভিনেত্রী তাপসী পান্নু যে ছবি আনলেন

‘পিঙ্ক’-এর নায়িকা তাপসী পান্নু বাস্তবে একাধিক বার শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।
অভিনেত্রী জানান, দিল্লিতেই বড় হয়েছেন তিনি। যত দিন যাচ্ছে দিল্লিতে বেড়ে উঠেছে ইভ টিজারদের সংখ্যা।
অভিনেত্রী এখানেই না থেমে আরও জানান, কলেজ জীবনে শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন তিনি। কলেজে যাওয়ার জন্য বাসে উঠে বহুবার শ্লীলতাহানির শিকার হতে হয় তাকে। এই ধরনের ঘটনা সেই সময়ে তার সঙ্গে একাধিক বার ঘটে বলেও তিনি জানান।
তাপসী এর পরেই অভিযোগের সুরে বলেন, ছোট থেকেই আমাদের সমাজে মেয়েদের কি করা উচিৎ আর কি করা উচিৎ না তাই নিয়েই শিক্ষা দেওয়া হয়। কিন্তু ছেলেদের কখনই সেই শিক্ষা দেওয়া হয় না। তাই মেয়েদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় আজও।
‘পিঙ্ক’ ছবিটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তাপসী। অমিতাভ এই সিনেমায় একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে যৌন হেনস্থার শিকার এক মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাপসীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন