শ্লীলতাহানির শিকার হয়ে অভিনেত্রী তাপসী পান্নু যে ছবি আনলেন

‘পিঙ্ক’-এর নায়িকা তাপসী পান্নু বাস্তবে একাধিক বার শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।
অভিনেত্রী জানান, দিল্লিতেই বড় হয়েছেন তিনি। যত দিন যাচ্ছে দিল্লিতে বেড়ে উঠেছে ইভ টিজারদের সংখ্যা।
অভিনেত্রী এখানেই না থেমে আরও জানান, কলেজ জীবনে শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন তিনি। কলেজে যাওয়ার জন্য বাসে উঠে বহুবার শ্লীলতাহানির শিকার হতে হয় তাকে। এই ধরনের ঘটনা সেই সময়ে তার সঙ্গে একাধিক বার ঘটে বলেও তিনি জানান।
তাপসী এর পরেই অভিযোগের সুরে বলেন, ছোট থেকেই আমাদের সমাজে মেয়েদের কি করা উচিৎ আর কি করা উচিৎ না তাই নিয়েই শিক্ষা দেওয়া হয়। কিন্তু ছেলেদের কখনই সেই শিক্ষা দেওয়া হয় না। তাই মেয়েদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় আজও।
‘পিঙ্ক’ ছবিটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তাপসী। অমিতাভ এই সিনেমায় একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে যৌন হেনস্থার শিকার এক মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাপসীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন