ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার আহ্বান গয়েশ্বরের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘সরকারের ষড়যন্ত্র’ প্রতিরোধে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথসভায় এই মন্তব্য করেন তিনি।
আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র বলেন, কোনো ঘটনা ঘটার আগেই প্রস্তুতি নিতে হয়। বিনা আন্দোলন-সংগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না। সেজন্য সরকার চক্রান্তের বিরুদ্ধে আগাম প্রস্তুতি নিতে হবে।
দলের নেতা-কর্মীদের ‘পদ পেতে হবে’ এই মনোভবের সমালোচনা করে দলটির এই নীতি নির্ধারক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার ষড়যন্ত্র হলেও তা মোকাবিলার চেয়ে নেতা-কর্মীরা পদের জন্য তদবির নিয়েই বেশি ব্যস্ত রয়েছে। এটি দৃষ্টিকটু।
তিনি বলেন, দলের প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অথচ দলের সবাই পদের জন্য লবিং করছে। অথচ আজ পর্যন্ত শোনা গেলো না, সঙ্কট মোকাবিলার জন্য নেতাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে। ম্যাডামের কিছু হলে কী করা হবে, সেই আলোচনা কোথাও নেই।
খালেদা জিয়াকে জেলে নিতে সরকার ‘পরিকল্পনা’ করছে দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, যদি না আমরা সেসব পরিকল্পনা বাস্তবায়নের পথ সৃষ্টি করে না দিই।’
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জাতীয়তাবাদী শক্তির চেতনাকে শাণিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে এই ঐক্যবদ্ধ শাণিত শক্তির আঘাতে সেটা যেন ছিন্নভিন্ন হয়ে যায়।’
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এতে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, তাঁতীদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টুসহ নগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নগরের বিভিন্ন থানার সভাপতি-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন