‘সংকট নিরসনে স্থানীয় নয়, জাতীয় নির্বাচন প্রয়োজন’
‘দেশের মানুষ শঙ্কার মধ্যে রয়েছে। আর এই সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় নির্বাচন নয়, প্রয়োজন জাতীয় নির্বাচন।’
বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রয়াগকারী সংস্থার সদস্যরা পর্যন্ত আতঙ্কিত। এই পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় নির্বাচনের পরিবর্তে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হলেই কেবল সংকট থেকে উত্তরণ সম্ভব।
ভোটারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারেন- সেই পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই ‘পরামর্শক’।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
‘দেশের জনগণের মনে আতঙ্ক আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে’ দাবি করে এমাজউদ্দিন আহমেদ বলেন, এখন বুদ্ধিজীবীরাও তাদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চাচ্ছেন। যেকোনো মুহূর্তে প্রাণনাশের শঙ্কা তৈরি হয়েছে। একটি স্বাধীন দেশে এই ধরনের পরিস্থিতি কোথাও খুঁজে পাওয়া যাবে না।
গণতন্ত্র ছাড়া জাতীর অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়- উল্লেখ করে তিনি বলেন, এখন অর্থনৈতিক অগ্রগতির কথা বলা হয়। কোথায় অগ্রগতি হয়েছে? রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র ছাড়া একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে এমাজউদ্দিন বলেন, ‘আপনারা সরকারের কর্মকর্তা নন, রাষ্ট্র্রের কর্মকর্তা। রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব হলো জনগণের সেবা করা। তাদের দিকে দৃষ্টি দিয়ে আপনারা অগ্রসর হবেন। আজকে যারা আছেন আগামীকাল নাও থাকতে পারেন। আপনারা যে অর্থ পান তা সরকারের নয়, সাধারণ মানুষের। সুতরাং সব সময় সরকারের কথা শুনতে হবে এমন নয়।’
মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন