সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ

প্রতিবেদক: আশরাফুল তানজিল
ঢাকার মিরপুরস্থ বিহারী পল্লীর সংখ্যালঘু নারী কামরুন নাহার হামলা ও ধর্ষণের স্বীকার হয়। গত ৯ এপ্রিল ২০২৩ রাত আনুমানিক ১১:০০ টায় তার নিজস্ব বাসায় একদল দুর্বৃত্ত হানা দেয়। দুর্বৃত্তরা বাসভবনে প্রবেশ করেই তার মুখ, হাত ও পা বেঁধে ফেলে এবং গৃহ বন্দী করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণ করে।
ঘটনার প্রায় ৩ দিন পর তথ্য পেয়ে আমাদের কণ্ঠস্বর এর প্রতিনিধি সরাসরি কামরুন নাহার এর সাথে সাক্ষাত করেন। ভীত সন্ত্রস্ত কামরুন নাহার লাঞ্ছনা ও ধর্ষণের চিত্র বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সে সময় তিনি প্রাসঙ্গিক কিছু ঘটনা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, তার স্বামী মফিজুল ইসলাম খান ও তিনি ঢাকার মিরপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কষ্ট করে অর্জিত টাকা দিয়ে ২০০৬ সালে তারা নবাবের বাগ এলাকায় ৩০ শতাংশ জমি ক্রয় করেন, যার বর্তমান মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
তিনি জানান, ২০২১ সাল থেকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তার ঘনিষ্ঠ সহযোগী প্রভাবশালী জাকির হোসেনের মাধ্যমে উল্লেখিত জমি জোর করে দখলের চেষ্টা শুরু করে। প্রভাবশালী জাকির হোসেন ২০২১ সালের এপ্রিল মাসের শেষের দিকে কামরুন নাহারকে মাত্র ৩০ লাখ টাকা প্রদানের প্রস্তাব দেন এবং তার বিনিমিয়ে ৩০ শতাংশ জমি জাকির হোসেনের নামে রেজিষ্ট্রি করে দিতে বলেন। কামরুন নাহার ও তার পরিবার উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকে কামরুন নাহারের নিকট একের পর এক হুমকি, হামলা এবং চাঁদা দাবি চলতে থাকে।
২০২২ সালের জানুয়ারিতে জাকির হোসেন দলবল নিয়ে কামরুনের স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে অস্ত্রের মুখে টাকা দিতে বাধ্য করে। ২০২২ সালের এপ্রিল মাসে জাকির হোসেন নিজে কামরুনের বাড়িতে গিয়ে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন বলে জানান তিনি।
অতঃপর, ১২ ডিসেম্বর ২০২২ তারিখে জাকির ও তার দলবল মফিজুল ইসলামকে জোরপূর্বক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার কার্যালয়ে নিয়ে যায়, সেখানে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা নিজে কামরুনের স্বামী মফিজুলকে মারধর করেন। আহত অবস্থায় তাকে গ্যালাক্সি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান তিনি।
প্রসঙ্গক্রমে কামরুন নাহার আরো বলেন, ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রভাবশালী জাকির হোসেন জমিতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন এবং না পেয়ে কামরুনের স্বামী ও ছেলে আবরারকে মারধর করেন। আবরার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সেদিন ৯ এপ্রিল ২০২৩ রাতের বিষয়টি জানাতে কামরুন পল্লবী থানায় যান। কিন্তু কর্তব্যরত পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানান বলে কামরুন আমাদের প্রতিনিধির নিকট উল্লেখ করেন।
প্রকাশকাল: ১৫ মে ২০২৩, প্রতিবেদক: আশরাফুল তানজিল
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন