শনিবার, জুলাই ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংগ্রহটা খারাপ হলো না বাংলাদেশের

অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা টিম টাইগারদের সংগ্রহটা দারুণ হলো। প্রথম দিকে সৌম্য-ইমরুল দিলেন রেকর্ড ওপেনিং জুটি। এরপর সাকিব-মুশফিক-মোসাদ্দেকদের ছোট ছোট অবদানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান তুলল টিম টাইগার। ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করলেন লাসিথ মালিঙ্গা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। নতুন ওপেনিং সঙ্গী ইমরুল কায়েসের সঙ্গে শুরু থেকেই আক্রমণ শুরু করেন সৌম্য সরকার। কিন্তু উইকেটে থিতু হয়ে যাওয়ার পর কী যেন হয় এই তরুণ ওপেনারের। দুজনের কাছ থেকে দল যা চেয়েছিল সেটা অক্ষরে অক্ষরে পাল করলেন সৌম্য-ইমরুল। ৬.৩ ওভারে ওপেনিং জুটিতে এল ৭১ রান। এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড জুটি। আগের সেরা উদ্বোধনী জুটি ছিল তামিম ইকবাল ও এনামুল হকের ৬৩। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তারা।

রেকর্ড জুটি গড়ার পর গুনারত্নের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারিতে ৩৪ রান করা সৌম্য সরকার। মিডিয়াম পেসারের মত দৌড়ে এসে স্পিনের মত ডেলিভারি, সেটিতেই আবার বিভ্রান্ত সৌম্য। ঝুলিয়ে দেওয়া অফ কাটারে হতভম্বের মত ফিরতি ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। সৌম্যর বিদায়ের পর দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ইমরুল কায়েস। তিনি ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৩৬ রান করেছেন।

এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান এবং সাকিব আল হাসান। খুব সুন্দর খেলছিলেন দুজন। তৃতীয় উইকেট জুটিতে এল ৪৬ রান। কিন্তু এরপরেই ছন্দপতন। ১৮ বলে ১ ছক্কায় ১৯ রান করে সঞ্জয়ার বলে বোল্ড হয়ে গেলেন সাব্বির। এক ওভার পরেই নুয়ান কুলাসেকারার বলে সাকিবের স্টাম্প ছত্রখান! আউট হওয়ার আগে ৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। মোসাদ্দেকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১ চার এবং ১ ছক্কা হাঁকিয়ে ১৭ রান করে তিনি পেরেরার শিকার হন।

মুশফিক ক্রিজে এসেই মারমুখী হয়ে ওঠেন। ৬ বলে ১ চার ১ ছক্কায় ১৫ রান করে মালিঙ্গার বলে বোল্ড হয়ে যান। পরের বলে আবারও বোল্ড অধিনায়ক মাশরাফি। গতিদানবের সামনে হ্যাটট্রিকের সুযোগ! সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। এলবিডাব্লিউ হয়ে ফিরলেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!