সংবাদ সম্মেলনে যা বললেন মাশরাফি-তামিম
সংবাদ সম্মেলনে মাঝেমধ্যেই হাসিঠাট্টা করতে দেখা যায় মাশরাফি বিন মুর্তজাকে। সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে মজা করেছিলেন মুস্তাফিজকে নিয়ে। আজ তামিম ইকবালের সঙ্গেও খুনসুটিতে মেতে উঠতে দেখা গেল বাংলাদেশের অধিনায়ককে।
ভক্ত-সমালোচকসংক্রান্ত এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন দারুণ ফর্মে থাকা তামিম। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি যখন ভালো খেলব, তখন আমাকে যেভাবে সমর্থন করবে; ভবিষ্যতে খারাপ খেললেও সেভাবেই সমর্থন করবে…।’
ওপেনারের এই কথা শুনে মাশরাফি সঙ্গে সঙ্গেই তামিমকে বলেন, ‘ভবিষ্যতে তুই খারাপ খেলবি?’ তামিমও হেসে ওঠেন অধিনায়কের খুনসুটিতে।
সংবাদ সম্মেলনে হাসিঠাট্টা করলেও তামিম খারাপ খেলবেন, এটা সত্যিই তো ভাবতে চাইবেন না মাশরাফি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দাপুটে শুরুর পেছনে তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের ভূমিকা অপরিসীম। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু করেছিলেন ৫৮ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস দিয়ে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হয়ে উঠেছিলেন আরো বিধ্বংসী। সেবার করেছিলেন ২৬ বলে ৪৭ রান।
বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে তামিম নিজেকে নিয়ে গেলেন আরো ওপরে। খেললেন ইতিহাসগড়া ইনিংস। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করলেন টি-টোয়েন্টি শতক। তামিমের ব্যাট যেন এভাবেই হাসতে থাকে, তা আরো অনেকের মতো মাশরাফিও তো খুব করেই চাইবেন।
ওমান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের লড়াই। ‘আসল’ বিশ্বকাপ মিশনে আগামী ১৬ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন