সংসদের দিকে তাকিয়ে ভাবতাম কবে ভেতরে যাব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি ১৯ বছর বয়সে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ার পর মাঝে মাঝে ঢাকায় এলে মানিক মিয়া এভিনিউ দিয়ে যেতাম। যাওয়ার সময় দূর থেকে সংসদের দিকে তাকিয়ে শুধু মনে মনে ভাবতাম কবে ভেতরে গিয়ে স্পিকারের কাছে ফ্লোর চাইব।
সোমবার জাতীয় সংসদের প্রেসিডেনশিয়াল প্লাজা সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশের জাতীয় সংসদের পক্ষ থেকে এ ধরনের এটি তৃতীয় অনুষ্ঠান।
পলক বলেন, এসএসসি পাস করার আগ পর্যন্ত সংসদ ভবনে প্রবেশ করা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা আজ নর্থ প্লাজার যে জায়গায় অনুষ্ঠানটি করছি এটি সংসদের বিশেষ একটি জায়গা। যেখান দিয়ে রাষ্ট্রপতি সংসদে আসেন। আমি ৮ বছর থেকে এই সংসদে আছি কিন্তু এই জায়গায় আসার সৌভাগ্য হয়নি। আমার মনে হয় অনেক সংসদ সদস্যও এখানে আসেননি। কিন্তু আপনাদের জন্য স্পিকার এখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন। স্পিকার যদি নিজে বয়সে তরুণ না হতেন আমার মনে হয় না এ রকম একটি ক্রিয়েটিভ চিন্তা তার আসত।
তিনি বলেন, এসএসসি, এইচএসসি পাস করার পর যখন আমি রাজনীতিতে জড়িত হলাম, ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হলাম তখন কিন্তু ছাত্রনেতা হিসেবে শক্তির বড়াই কিংবা ক্ষমতার দম্ভ করার চেষ্টা করিনি। মনে করতাম এই ছাত্র সংসদ থেকেই আমি কোনো একদিন সংসদে যাব। সেই লক্ষ্য নিয়েই কাজ করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাকে চলনবিলের কাদামাটি থেকে তুলে এনে জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি এখানে প্রবেশে সুযোগ করে দেয়ার পাশাপাশি আবার প্রতিমন্ত্রী বানিয়ে চলনবিল থেকে শুরু করে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন