সংসদের মতোই পৌরসভায় প্রচারণার সুযোগ পাবে মন্ত্রী-এমপিরা
প্রথমবারের মতো দলভিত্তিক পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় মন্ত্রী-সাংসদদের অংশ নেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।এক্ষেত্রে দশম সংসদ নির্বাচনের মতোই সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্যক্তিরা সরকারি সুবিধা ছেড়ে প্রচারণা করতে পারবেন।
বৃহস্পতিবার স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
শাহনেওয়াজ বলেন, “সরকারি সুবিধা ছেড়ে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন-খসড়া বিধিতে এ সুপারিশ করেছি আমরা।”
দলভিত্তিক পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে অধ্যাদেশ জারির পর নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালায় সংশোধনে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংশোধিত বিধিমালা জারি করবে ইসি।
বিদ্যমান আইনে স্থানীয় সরকারে মন্ত্রী-সাংসদ, মেয়রদের প্রচারণায় অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।তবে দলীয়ভাবে এ নির্বাচন হওয়ায় সংসদ নির্বাচনের মতোই আচরণবিধি করা হচ্ছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
ইসি কর্মকর্তারা জানান, দশম সংসদ নির্বাচনে ‘নির্বাচনকালীন সময়ে’ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুবিধা নিয়ে প্রচারণা করায় নিষেধাজ্ঞা ছিল। এবার দলভিত্তিক হওয়ায় স্থানীয় নির্বাচনেও একই বিধান প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, ইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য মন্ত্রীরা সরকারি সুবিধা নিয়ে প্রচার চালাতে পারবেন না। তবে প্রাপ্যতা অনুযায়ী তারা নিরাপত্তা পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন