সংসদে আলোচনা আমাদের ‘কাজের স্বীকৃতি’
জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলায় আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার পর বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, এই আলোচনাকে তারা ‘কাজের স্বীকৃতি’ বলেই মনে করছে।
এর আগে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা প্রদান করতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে গতকাল সোমবার জাতীয় সংসদে বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।
গত ২৫ অক্টোবর ওই প্রতিবেদন প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেছিলেন, “বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।”
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় সংসদে সম্মানিত সংসদ-সদস্যগণ টিআইবি কর্তৃক প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাকে ইতিবাচক এবং টিআইবির কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি।”
পার্লামেন্ট ওয়াচের প্রতিবেদন সম্পর্কে সংসদ কর্তৃক গৃহীত যেকোনো পদক্ষেপে টিআইবি সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে বলেও ইফতেখারুজ্জামান জানান।
তিনি জানান, সংসদকে কার্যকর করার জন্য উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশগুলো যথাযথ বিবেচনাপূর্বক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। একই সঙ্গে ২০০১ সালের অষ্টম সংসদ থেকে শুরু করে ধারাবাহিকভাবে টিআইবি কৃর্তক প্রণীত ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজ-এর প্রতিবেদনসমূহ খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













