সংসদে পোকেমনে মত্ত প্রধানমন্ত্রী

সংসদে পোকেমন গে খেলার সময় আগে ধরা খেয়েছেন এমপিরা।
এবার এই তালিকায় এলেন স্বয়ং প্রধানমন্ত্রী এরনা সলবার্গ।
মঙ্গলবার নরওয়ের সংসদ অধিবেশন চলাকালীন পোকেমন গে খেলা অবস্থায় প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশিত হয়। এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
অবশ্য পোকেমন গে খেলার প্রতি প্রধানমন্ত্রী এরনা সলবার্গের দুর্বলতা সবারই জানা। স্লোভেকিয়ায় সরকারি সফরের সময়ও তিনি পোকেমন খেলে সময় পার করেছেন।
তবে সে সময় সলবার্গ সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি তার ১০ কিলোমিটারে ডিম থেকে কিছু একটা করায় মগ্ন ছিলেন।
গত আগস্টে দেশটির লিবারেল পার্টির নেতা ট্রিনি সেকি গ্রান্ডি জাতীয় নিরাপত্তা বৈঠকের সময় পোকেমন গে খেলে আলোচনায় এসেছিলেন।
এবার যখন প্রধানমন্ত্রী পোকেমন খেলে ধরা খেলেন, স্বভাবতই তিনি বেশ উল্লসিত।
টুইটারে একটি ছবি দিয়ে ট্রিনি সেকি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী যখন একই কাজে লিপ্ত, এখন কেউ কি নেই তাকে নিয়ে কথা বলার?’
তিনি আরও লেখেন, ‘আমার কথা মনে হয় তিনিও শুনতে পান। আপনার (এরনা সলবার্গ) জানা উচিত- আমরা নারীরা একই সময়ে দু’টি কাজ করতে পারি।’
এ বিষয়ে নরওয়ের টিভি টুকে প্রধানমন্ত্রী সলবার্গ ট্রিনিকে খোঁচা দিয়ে বলেছেন, ‘পোকেমন গে শুরু করা মাত্র আমার মনে হয়, সে (ট্রিনি) মিম্বরে অবস্থান করছিল। কারণ এটা তারও পছন্দ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন