সংসদে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিল উত্থাপন
বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করার বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে।
সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বেসরকারি খাতে দেশী-বিদেশী বিনিয়োগে উৎসাহদান, শিল্প স্থাপনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান এবং সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এর অব্যবহৃত জমি বা স্থাপনা অদিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহারের লক্ষ্যে প্রশাসনিক সমন্বয় সাধন ও উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে এ বিল উত্থাপন করা হয়েছে।
বিলে উল্লেখিত বিধান কার্যকর হবার সাথে সাথে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।
বিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ১৭ সদস্যের গভর্নিং বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে কর্তৃপক্ষের কার্যালয়, গভর্নিং বোর্ডের সভা, কর্তৃপক্ষের কার্যাবলী, নির্বাহী পরিষদ গঠন ও এর কার্যাবলী, নির্বাহী পরিষদের সভা, কর্তৃপক্ষের সচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কমিটি গঠন, নিবন্ধিকরণ, আমদানি শর্ত নির্ধারণ, রয়্যালিটি ও ফি, অনুমোদন বাতিল, পরিদর্শন, অনুসন্ধান, তদন্ত, শিল্প সংস্কার, শিল্প এলাকা ঘোষণা বা বিদ্যমান শিল্প এলাকা বা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, শিল্প এলাকার জন্য জমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এর অব্যবহৃত জমি বা স্থাপনা অধিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকান্ড ব্যবহারের প্রক্রিয়া, হস্তান্তর বা বরাদ্দ সংক্রান্ত চুক্তিপত্র, অর্জিত অর্থ, প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতার কারণে হস্তান্তর প্রত্যর্পণ, শর্তভঙ্গের কারণে দখল গ্রহণ, কর্তৃপক্ষের তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিনিয়োগ বোর্ড আইন ১৯৮৯ এবং বেসরকারিকরণ আইন ২০০০ রহিত করার প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন