সংসদ যেকোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়

জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর বলেছেন, বর্তমান সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গতিশীল ও সক্রিয়।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে সফররত চার সদস্যবিশিষ্ট ইউরোপীয় সংসদীয় প্রতিনিধিদল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।
জিন ল্যামবার্টের নেতৃত্বে প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিচার্ড হাউইট ইভান স্টিফানেক ও সাজ্জাদ করিম রয়েছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েওডন উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধীদল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘ব্রিটিশ হাউজ অব কমন্সের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তা ছাড়া প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।’
স্পিকার বলেন, সংসদীয় কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রীর পরিবর্তে একজন সংসদ সদস্যকে কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।
সংসদীয় কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করা করা হয় উল্লেখ করে স্পিকার বলেন, এর ফলে দেশের সাধারণ জনগণ সংসদ কার্যক্রম সম্পর্কে সরাসরি অবহিত হতে পারে। তা ছাড়া বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সংসদে উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রমের সব বিষয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে থাকেন।
প্রতিনিধিদল বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্য, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ইত্যাদি বিষয়ে আলোচনা করে। তারা ইইউ ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন