সংসারে অশান্তি বয়ে আনে স্বামীদের যেসব ভুল!
ভুল হয়ে গেলে ভুল শুধরানোর শ্রেষ্ঠ উপায় হল, দ্রুত ভুল স্বীকার করা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ভুল থেকে শিক্ষা গ্রহন করা, ভুলের পুনরাবৃত্তি না করা, ভুলের জন্য কাউকে দোষ না দেওয়া বা অজুহাত সৃষ্টি না করা। কিন্তু সংসার জীবনে পুরুষেরা সেটি করতেই চান না বেশিরভাগ সময়। তাই বলা হয়, স্বামীদের ভুলের জন্যই সংসারে বেশি অশান্তি সৃষ্টি হয়।
দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে স্বামীদের তার স্ত্রী এর একটু বেশি সচেতন হতে হয়। অনেক সময় দেখা যায়, সংসারে স্বামী না বুঝেই কিছু বোকামি করে ফেলে। এর রেশ ধরেই শুরু হয় সংসারে অশান্তি। স্বামী হিসেবে আপনি যদি এমন ভুল না করতে চান, তাহলে এই ভুলগুলোর তালিকা একবার দেখে নিয়ে নিজেকে শুধরে নিতে পারেন।
১. নিজের মায়ের সঙ্গে বউয়ের তুলনা করা-
এই বিষয়টি মেয়েরা একেবারেই সহ্য করতে পারে না। সব সময় মনে রাখবেন, মায়ের মতো কখনো কেউ হতে পারে না। তাই অযথা তুলনা করে সংসারে অশান্তি করার কোনো দরকার আছে বলুন?
২. স্ত্রীকে হুকুম দিয়ে কাজ করানো-
এমনিতেই আপনার স্ত্রী নিজেই পুরো ঘরের কাজ সামলান। তবুও অনেকেই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে হুকুম করতে থাকেন। এ আচরণ চলতে থাকলে কখনোই সুখী হতে পারবেন না।
৩. স্ত্রীকে না জানিয়ে হঠাৎ করেই বন্ধুদের বাসায় দাওয়াত দেওয়া-
এই আচরণে মেয়েরা খুবই বিরক্ত হয়। ঠিকই সব রান্না করে আপ্যায়ন করেন, এর শোধ কিন্তু ঠিকই স্বামীর ওপর তোলেন! তাই দাওয়াত যদি দিতেই হয়, স্ত্রীর অনুমতি নিতে ভুলবেন না।
৪. স্ত্রীর পরিবার নিয়ে হাসি-তামাশা করা-
মেয়েরা কখনোই সহ্য করতে পারেন না যে কেউ তাঁর পরিবার সম্পর্কে কিছু বলুক। আর সেই ভুল যদি আপনি নিজেই করেন, তাহলে আপনার স্ত্রী কখনোই আপনাকে মাফ করবেন না।
৫. নিজের অতীত নিয়ে স্ত্রীর সামনে কথা বলা-
স্ত্রীর সামনে বারবার নিজের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করার বোকামি অনেকেই করেন। এটা যেমন বিরক্তিকর, তেমনি অবুঝের মতো একটি আচরণ। কিছু কথা নিজের কাছে রাখুন, তাতে আপনারই মঙ্গল।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন