সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংসার ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিলেন নিলয়

শোবিজের আলোচিত জুটি নিলয়-শখ। ক্যারিয়ারের শুরু থেকে তারা নিজ নিজ কাজের চেয়েও বেশি পরিচিতি পেয়েছেন দু’জনার লুকোচুরি প্রেমের মাধ্যমে। কোনো সময় নিলয়-শখ দুজন-দুজনার প্রেমে ডুব দিয়েছেন আবার কোনো সময় একে অন্যের বিরুদ্ধে কাদা ছুঁড়েছেন, নানা অভিযোগ করেছেন!

সেসময় তারা দু’জন একে অপরের ছায়াও মাড়াতেন না। সেটা ২০১২ সালের শেষের দিকের কথা। তার কিছুদিন পর আবারো তাদের সম্পর্কে বরফ গলতে শুরু করে। দু’জনার প্রেম জমে ওঠে।

এরপর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হঠাৎ করেই বিয়ে করে ফেলেন নিলয়-শখ। বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত ছিল ১০ লাখ টাকা। তারপর শখ তার পুরান ঢাকার বাসা ছেড়ে মিডিয়াতে নিয়মিত কাজ করবেন বলে নিলয়ের সঙ্গে উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু বিয়ের বছর না যেতেই নতুন করে শোবিজে গুঞ্জনের ডালপালা মেলেছে। চাউর হয়েছে নিলয়-শখের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে!

বিশ্বস্ত একটি সূত্র জানায়, বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিলেন এখন তেমনটা পাচ্ছেন না। সে কারণে শখ কিছুটা মর্মাহত! যদিও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। কিন্তু নিলয়ের মায়ের সঙ্গে কোনো কিছুতে বনিবনা হচ্ছেনা শখের। পান থেকে চুন খসলেই নাকি শখকে অকথ্য ভাষায় গালাগাল করছেন নিলয়ের মা। এমনকি কয়েকবার শখকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করেছেন তার শাশুড়ি! এসব কিছুর পরেও নির্বিকার নিলয়। মায়ের মুখের ওপর কোনকিছুই বলতে পারছেন না। তবে নিলয়ের প্রতি কোনো অভিযোগ নেই শখের।

তবে এসব খবরের সত্যতা নিশ্চিত করতে শখের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তারপর নিলয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে গুঞ্জন বলে উড়িয়ে দেন।

নিলয় বলেন, ‘শখের সঙ্গে আমার এবং আমার পরিবারের কোনো সদস্যের বিন্দু পরিমাণ ঝামেলা হয়নি। তবে সংসার করতে গেলে যদি টুকটাক মনোমানিল্য হয় সেটা এড়িয়ে যাওয়াই ভালো।’

এছাড়া নিলয় দাবি করেন, ‘তার মা বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। তাহলে শখের সঙ্গে কিভাবে রেষারেষি হবে? নিলয়ের মতে, তাদের সংসার ভাঙনের খবরটি পুরোপুরি গুঞ্জন।’

এদিকে, বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া এমন খবরের সত্যতা পাওয়া গেল সম্প্রতি ‘ঘর জামাই’ নাটকের একটি শুটিং সেটে। গেল সপ্তাহে নাটকটির শুটিং হয় উত্তরার ‘আপন ঘর’ শুটিং হাউজে। সেখানে শুটিং সেটে উপস্থিত একজনন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুটিং স্পটে উপস্থিত ছিলেন মীর সাব্বির সহ ইউনিটের আরো অনেকে। তাদের সামনে শখের শাশুড়ির কথা উঠতেই শখ কান্নায় ভেঙে পড়েন এবং তার প্রতি শাশুড়ির বাজে ব্যবহারের কথা অকপটে স্বীকার করেন শখ। এমনকি কাঁদতে কাঁদতে শখ নাকি এও বলেন, ‘নিলয়ের সঙ্গে আমার বোধ হয় আর বেশি দিন ঘর করা হবে না!’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত