সকলের নজরে সেই বিরুষ্কাই, পুরস্কার সন্ধ্যায় !

ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এবার থেকে চালু হল ‘ইন্ডিয়ান স্পোর্টস অনার।’ শনিবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হল এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালির উদ্যোগে যে অনুষ্ঠানে সম্মান জানানো হয় দেশের সফল ক্রীড়াবিদদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রীড়া এবং বিনোদন জগতের এক ঝাঁক নক্ষত্র। সেই তালিকায় কে নেই? আমির খান থেকে অক্ষয় কুমার। সানিয়া মির্জা থেকে সাইনা নেহাল। হার্দিক পাণ্ডে থেকে জাহির খান। কিদম্বি শ্রীকান্ত থেকে ‘গুরু’ পুল্লেলা গোপীচন্দ। সবাইই ছিলেন।
কিন্তু এই নক্ষত্র সমাবেশের মধ্যেও নজর কেড়ে নিয়ে গেলেন যে দুজন। বিরাট কোহালি এবং আনুশকা শর্মা। শনিবার রাতের ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতে হাত ধরে হাজির হন আলোচিত এ তারকা জুটি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায় ভক্তদের মাঝে।
নেভি ব্লু স্যুটে কোহালি, লাল প্যান্ট-স্যুটে আনুশকা। লাল কার্পেটের ওপর দিয়ে দুজনে হেঁটে আসার সময়ই শুরু হয়ে যায় ফ্ল্যাশ লাইটের ঝলকানি। হাসি মুখে ফোটোগ্রাফারদের জন্য পোজ দিতেও দেখা যায় দুজনকে।
গত সেপ্টেম্বরে এই পুরস্কার অনুষ্ঠান নিয়ে কোহলি বলেছিলেন, ‘ক্রীড়া জগতে ভারত এখন অনেকটাই এগিয়েছে। এখন আর একটি বিশেষ খেলার দেশ বলে ভারতকে চিহ্নিত করা যাবে না। এখন সময় এসেছে সেই সব ক্রীড়াবিদকে স্বীকৃতি দেয়ার। যাঁরা দেশকে সম্মানিত করেছেন। সময় এসেছে সেই সব তরুণ ক্রীড়াবিদের ওপর সার্চলাইট ফেলার। যারা খেলাধুলায় ভারতের ভবিষ্যৎ হয়ে উঠবে।’
হার্দিক পাণ্ডে থেকে শ্রীকান্ত, সানিয়া, প্রায় সবারই মুখে একটাই কথা, ‘এই ধরনের পুরস্কার এক জন ক্রীড়াবিদকে নিজের সেরাটা দিতে উদ্দীপিত করবে। অনুষ্ঠানে নানা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিভিন্ন ক্রীড়াবিদ। তবে অভিনেতা আমির খানের নামটা এই তালিকায় কেউ রাখেনি।
এ নিয়ে অনুষ্ঠানে বেশ মজা করেন মিস্টার পাফেকশনিস্ট। নিজেই নিজেকে অলরাউন্ডার তকমা দিয়ে নিজের নাম সুপারিশ করে তিনি বলেন, ‘আমি তো কখনো কুস্তিগির, কখনো ক্রিকেটার, কখনো বা সাইক্লিস্ট হয়েছি। তাই আমাকেই অলরাউন্ডারের পুরস্কার দেয়া হোক।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন