সকল হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ

বাংলাদেশের সকল হাসপাতাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিক্যাল ডিভাইস আমদানীর ক্ষেত্রে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা জারী করা হয়েছে তা বাতিল করার সুপারিশ করা হয়।
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক আজ এই সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর।
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, মো. রুস্তম আলী ফরাজী, আ.ফ.ম রুহুল হক, মো. অফসারুল আমীন, মইন উদ্দীন খান বাদল এবং রেবেকা মমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০০৮-২০০৯ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৮-২০০৯-এর অনিষ্পন্ন অডিট আপত্তির উপর কমিটির ৩৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও সাধারণ সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। যে সিদ্ধান্তগুলো অদ্যাবধি বাস্তবায়িত হয়নি সেগুলো গৃহীত সিদ্ধান্তের আলোকে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে সিএন্ডএজি মাসুদ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, অডিট অফিসের কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন