সকালে বেরিয়ে বিকেলেই হামলা
জেল থেকে সকালে বেরিয়ে দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার খেশরার একটি ঘেরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান ও তার বাহিনী। এসময় ঘেরে থাকা জমির মালিকপক্ষের চার নারীকে বেপরোয়া মারপিট করে ঘের দখল নেয়া হয়।
আহতদের চিকিৎসাসেবা দেয়ার জন্য নিতেও বাধা দেয়া হয়। সোমবার দুপুরে এমন ঘটনা জানার পর পুলিশ আতাউর ও তার বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে। এরপর আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, লক্ষ্মী রানী গাইন, শিবানী গাইন, নমিতা গাইন ও সুলতা গাইন।
জমির মালিক সত্যরঞ্জন গাইন জানান, ৫০ বছরেরও বেশি সময় ধরে দখলে থাকা বিশ্বাসের চকে তাদের পৈত্রিক ৪৫ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। এই জমিতে প্রবীর নিজের দাবি করলেও কোনো কাগজপত্র না থাকায় মামলায় বারবার হেরে যায়।
খুলনার সেই প্রবীরের ভাড়াটিয়া স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান আগেও এই ঘেরে হামলা চালিয়েছিল। এ নিয়ে মামলা হলে আতাউর তার সহযোগী কাসেম ও আমিরুল জেল খাটে।
তিনি আরো জানান, সকালে পরিবারের সদস্যদের নিয়ে মাছ ধরার সময় জামিনে বাড়ি এসেই আতাউর, মুড়োগাছা গ্রামের মেহেদী হাসান বাবু, খাজো রবীন, সুরঞ্জন, মিলন, আবুল কাসেম ও আমিরুলসহ ৫০/৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে।
খেসরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, হামলাকারীদের ধাওয়া করে আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সোমবার জেল থেকে বেরিয়ে এই হামলা চালিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন