সঙ্গী বা সঙ্গিনী কি মিথ্যা বলছেন? যে চার পথে ধরে ফেলবেন
অনেকেই মনে করেন, মিথ্যা বলে সহজেই পার পাওয়া যাবে। কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা। কেননা, বিষয়টা যতটা সহজ বলে মনে হয়, ততটা নয়। আপনিও ধরে ফেলতে পারেন অনায়াসেই।
মিথ্যে বলছে কি না, ধরে ফেলুন
১. সরাসরি উত্তর এড়ানোর প্রবণতা। প্রশ্ন করুন সঙ্গী বা সঙ্গিনীকে। দেখুন, তিনি সরাসরি উত্তর দিচ্ছেন কি না। এমনকী পাল্টা প্রশ্ন করার প্রবণতাও দেখা যায়। ধরা যাক, আপনি প্রশ্ন করলেন, ‘‘তুমি কি আমাকে ঠকাচ্ছ?’’ ঠকালে অনিবার্য উত্তর হবে, ‘‘কেন আমি ঠকাব? আমার তো তুমি আছ।’’ বুঝবেন, আপনার থেকে আড়াল করা হচ্ছে।
২. দ্বিতীয় লক্ষণ, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খাওয়া অনিবার্য। উত্তর দেওয়ার আগে নানাবিধ শব্দের অবতারণা করবেন দ্বিতীয়জন। ‘‘আঁআআ…’’, ‘‘মমম…’’-গোত্রের শব্দ শোনা যায় উত্তরের আগে।
৩. লক্ষ করুন, দ্বিতীয়জন সততা নিয়ে লম্বাচওড়া বক্তৃতা দিচ্ছেন কি না। কথায় কথায় সততা নিয়ে নানা প্রসঙ্গ উত্থাপন করা আর একটি লক্ষণ। অবচেতনে তাঁদের তাড়া করে বেড়ায় অপরাধবোধ।
৪. দোষারোপ মিথ্যাবাদীদের মজ্জাগত। সম্পর্কে কমিটমেন্ট নিয়ে যে কোনও প্রশ্ন এলে সঙ্গে সঙ্গে অন্যের ঘা়ড়ে দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন