সচিনকে টপকে বাজিমাত‘কিং’কোহলির, সর্বকালের সেরা কে, উঠছে প্রশ্ন!

নতুন পালক বিরাট কোহলির মুকুটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১১ রানের ইনিংসটি খেলার পথে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন লিটল মাস্টারকে। সেই সঙ্গে প্রমাণ করে দিলেন, কেন ভারত রান তাড়া করার সময়, বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে থাকে।
এ বছরের জানুয়ারিতেই সফল রান তাড়া করার ক্ষেত্রে সবথেকে বেশি তিন অঙ্কের রান করার রেকর্ডটি সচিনের কাছ থেকে দখল করে নিয়েছিলেন তিনি। এ বার গড়লেন নতুন আর একটি রেকর্ড।
পরে ব্যাট করতে নেমে সর্বাধিক শতরানের রেকর্ডটিও এ বার চলে এল তাঁর নামে। সফল হোক বা ব্যর্থ, যে কোনও রান তাড়া করার ক্ষেত্রে সচিনের ১৭টি শতরানকে টপকে ১৮টি শতরান করে ফেললেন বিরাট।
এ দিন ব্যাট করার সময় শেষদিকে পেশির চোটে কাবু হলেও শতরান আটকায়নি। চূড়ান্ত পেশাদারিত্বে ভরা বিরাটের ইনিংসের সিরিজও হয়েছে পকেটবন্দি।
৩-২ ব্যবধানে সিরিজ জয়ের উৎসবের দিনে বিরাটের এহেন কীর্তি আরও একবার প্রশ্নটা তুলে দিল। বিরাটই কি সচিন-পরবর্তী জমানায় বিশ্বের শ্রেষ্ঠ ম্যাচ ম্যাচ উইনার? যেভাবে এগোচ্ছেন বিরাট তাতে ক্রমে এই দাবি তীব্রতর হচ্ছে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবশ্য এমনিতেও এক নম্বর স্থানেই রয়েছেন বিরাট। ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স বা জো রুটকে পিছনে ফেলে শীর্ষস্থানটি দখলে রেখেছেন তিনি।
পাশাপাশি তিনি একদিনের ম্যাচে সর্বকালের সেরা ম্যাচ উইনার কি না, উঠে পড়েছে সে প্রশ্নও। রান তাড়া করার সময়, সচিন যেখানে ১৭টি শতরান করতে নিয়েছেন ২৩২ ইনিংস, সেখানে মাত্র ১০২ ইনিংসেই ১৮টি শতরান করে ফেললেন বিরাট।
পরিসংখ্যানই বিচারের একমাত্র মাপকাঠি কি না, তা নিয়ে তর্ক চলতেই পারে। কিন্তু এটুকু বলাই যায়, কোহলি-ভক্তদের দাবি ক্রমে জোরালো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন