সচেতনতার প্রতীক সেই নগ্ন নীল ছবি মুছে দিল ফেসবুক! তোলপাড় গোটা বিশ্বে!

তাদের দৃষ্টিতে নগ্নতা ছিল সচেতনতার প্রতীক। কিন্তু ফেসবুকের চোখে সেটা ছিল অশ্লীলতা। কুরুচিকর। যৌনতায় সুড়সুড়ি দেওয়ার অনুরূপ। তাই তাদের উপর নেমে এল ‘শাস্তি’। পরিবেশ-রক্ষার বার্তা দিতে আয়োজিত ‘সি অফ হাল’ আন্দোলনে অংশগ্রহণকারী তিনজনের পোস্ট করা ছবি মুছে দিল ফেসবুক। তিন দিনের জন্য নিষিদ্ধও করল তাদেরই একজনকে। সে ঘটনা ঘিরে এখন তোলপাড় চলছে গোটা বিশ্বে।
কোনও জোর-জবরদস্তি ছিল না। ছিল না নৈতিকতার প্রশ্নও। ছিল শুধুই হৃদয়ের তাগিদ। আর তা থেকেই ভবিষ্যৎ পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের কী মারাত্মক প্রভাব পড়তে পারে, তা আঁচ করতে পেরেছিলেন ব্রিটিশ শহর হাল-এর বাসিন্দারা।
তাপমাত্রার পারদ বাড়তে থাকায় ইতিমধ্যেই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় বরফ-স্তর অনেকাংশে
গলে গেছে। হু হু করে জল বাড়ছে সমুদ্রের। সলিলসমাধির আশঙ্কায় দিন গুনছে বিশ্বের একাধিক শহর। এ সব ভয়ঙ্কর তথ্য অজ্ঞাত ছিল না হালবাসীর। সেকারণেই তারা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন শিল্পী স্পেনসার টিউনিকের ডাকা বিক্ষোভ প্রদর্শনীতে।
প্রায় তিন হাজার মানুষ জমায়েত হয়েছিল হাল শহরের রাজপথে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ছিলেন নগ্ন। তাদের অনাবৃত শরীরে কেবল ছিল চার ধরনের সমুদ্রের মতো নীল রঙের পরত।
সেই বিক্ষোভ সমাবেশের ছবি ফেসবুকে পোস্ট করেন কেউ কেউ। আর তাতেই রুষ্ট হয় ফেসবুক।
বিবৃতি দিয়ে জানায়, ‘আমরা নগ্নতা প্রদর্শনের বিরোধী। এই কারণে কিছু ছবি সরিয়ে দেওয়া হয়। যে সব বিষয়বস্তু যৌন, হিংসা ছড়ায় বা যা প্ররোচনা দেয়, সেই সব ছবিও মুছে ফেলি আমরা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন