বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সচেতন না হলে দেশের সর্বনাশ হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতি হিসেবে আমরা সচেতন না হলে দেশের সর্বনাশ হবে।’

রোববার সকালে নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে এসব প্রমাণের চেষ্টা চলছে। এটি প্রমাণ করতে পারলে বাংলাদেশের ওপর আক্রমণ করা যাবে।

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন দেশে জঙ্গিবাদ ছিল ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসব জঙ্গিবাদ প্রতিরোধ করেছি।’

তিনি বলেন, ‘দেশে গ্রেনেড মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেসব করে দেশের ক্ষতি করতে না পেরে একটি শ্রেণি এখন গুপ্তহত্যা শুরু করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আইএস আছে, জঙ্গিরা আছে, এটি প্রমাণ করতে পারলে দেশের কী হবে, একবার ভেবে দেখেছেন। একটি পক্ষের লক্ষ্য হলো সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তানের পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। জনগণকে সচেতন থাকতে হবে। জাতি হিসেবে সচেতন না থাকলে আমাদের সর্বনাশ হবে।’

দেশে সম্প্রতি দুই বিদেশি হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো কেন ঘটানো হচ্ছে? কারণ একটি পক্ষ চায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এগুলো কারা করছে? হাড়ির ভাত একটি টিপলে যেমন বোঝা যায়, বাকিগুলো কেমন; তেমনি একটি ঘটনার উদঘাটন হলেই বোঝা যায় ওই ধরনের অন্যান্য ঘটনা কীভাবে ঘটছে।’

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন তিনের সফরে গত ৩ নভেম্বর নেদারল্যান্ড যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।শেখ হাসিনা ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘চর উন্নয়ন ও সমুদ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ-নেদারল্যান্ডস নিবিড়ভাবে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আন্তরিক ও উষ্ণ। বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরো জোরদার, গভীর ও বিস্তৃত হবে।’ ডেল্টা প্ল্যান বাস্তবায়ন, সমুদ্র ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নেদারল্যান্ডসের সহযোগিতা পাবে বলেও জানান শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র