সঞ্জয় দত্তের ছবির কাজ শুরু কবে?

জেল থেকে ছাড়া পেয়ে সঞ্জয় দত্ত যে ছবিটি দিয়ে কামব্যাক করছেন, তার নাম মার্কো। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। পরের বছর থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং।
১৮তম MAMI চলচ্চিত্র উৎসবে এসে বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন একথা। বলেছেন, তিনি ও লেখক অভিজিৎ যোশি মার্কোর চিত্রনাট্য নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। সঞ্জয় দত্তের ছবি হতে চলেছে ছবিটি। চিত্রনাট্য শেষ না হওয়া পর্যন্ত তাঁরা ছবির কাজ শুরু করবেন না। খুব সম্ভবত পরের বছর মার্চ বা এপ্রিলের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়ে যাবে। তারপরই শুরু হবে মার্কোর শুটিং। তিনি এও বলেছেন, সঞ্জয় দত্ত নিজেও জানেন ছবির চিত্রনাট্য শেষ না হলে বিধু বিনোদ বা অভিজিৎ ছবির কাজ শুরু করেন না। তাই তাঁর তরফ থেকেও কোনও তাগাদা আসেনি। চিত্রনাট্যের কাজ যেদিন শেষ হবে, তার এক সপ্তাহের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
ছবিতে সঞ্জয় দত্তকে গোয়ানিজ়ের চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলি। এই ছবি দিয়েই পরিচালনার জগতে ডেবিউ হবে তাঁর।
এছাড়া শোনা গেছে তোরবাজ় নামে এক ছবিতে সই করেছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করবেন গিরীশ মালিক। সামনের বছর এই ছবিরও কাজ শুরু হওয়ার কথা। ছবিটি একজন অবসরপ্রাপ্ত সৈনিকের কাহিনি। জীবনকে নতুন করে খুঁজতে সে আফগানিস্তানে যায়। এক কথায় অন্ধকার থেকে আলোর পথে আসার গল্পই ফুটিয়ে তোলা হবে ছবিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন