‘সত্তা’য় লগ্নি করা টাকা ফেরত পেয়েছেন প্রযোজক
শাকিব খান-পাওলি দাম অভিনীত চলচ্চিত্র ‘সত্তা’ এরই মধ্যে দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এবার নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানালেন, ‘ছবিটির লগ্নি করা টাকা ফেরত পেয়েছেন প্রযোজক।’
মুক্তি পাওয়ার তৃতীয় সপ্তাহেও কিছু সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। দর্শকের চাহিদার কারণেই ছবিটি প্রদর্শন করা হচ্ছে বলে জানান একাধিক হল মালিক জানিয়েছেন।
এই ছবিটির প্রতি দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা কল্লোল। তিনি বলেন, ‘তৃতীয় সপ্তাহের শেষে এসেও সারাদেশের দর্শক- শুভাকাঙ্ক্ষী এবং সমালোচকদের মধ্যে ‘সত্তা’ চলচ্চিত্রটি নিয়ে যে আগ্রহ তাতে আমি এবং আমাদের পুরো টিম মুগ্ধ- কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, “ইতিমধ্যেই ‘সত্তা’য় লগ্নি করা টাকা ফেরত পেয়েছেন প্রযোজক। আর আপনাদের যে ভালবাসা তা আমাদের বাড়তি পাওনা। বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ে, দেশীয় চলচ্চিত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া কিছু দেশবিরোধীও কিন্তু এই সময়ে চিহ্নিত হয়ে গেছেন।’
‘সত্তা’ বাংলা চলচ্চিত্রকে বদলে দেয়নি এটা ঠিক, কিন্তু আমাদের দর্শক এবং আমাদের চলচ্চিত্রের বিরুদ্ধের মানুষদের সত্তা আমরা কিন্তু ঠিকই চিনে নিয়েছি। আমরা উৎসাহিত হয়েছি আরও ছবি নির্মাণে।’ বললেন সত্তা পরিচালক।
এ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও পাওলি দাম। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ফেরদৌস হাসান, সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, চিত্রগ্রহণ করেছেন টি ডব্লিউ সৈনিক, সম্পাদনা করেছেন শামসুল আরেফিন সাদি। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট।
সোহিনী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ মূলত দুই সংগ্রামী মায়ের গল্প। এ গল্পের শিখা চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন- মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ। সত্তা পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন