সত্যজিৎ রায়ের লেখা বলেই ফেলুদার এতটা কদর: সব্যসাচী চক্রবর্তী
সব্যসাচী চক্রবর্তী। ছোটপর্দা ও বড়পর্দার এক উল্লেখযোগ্য অভিনেতা। তার অভিনয়ের গাড়ি সেই ১৯৯২ সাল থেকে শুরু করে অদ্যাবধি চলছে। তবে সব্যসাচীর সবচেয়ে বড় অর্জন সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ হয়ে ওঠা। তাঁকে বাঙলি দর্শক ফেলুদা হিসেবে যথেষ্ট সমাদরের সঙ্গে গ্রহণ করেছে।
খানিকটা বিরতির পর ‘সমাদ্দারের চাবি’ আর ‘গোলকধাম রহস্য’ নিয়ে পর্দায় আসছে ফেলুদা। যেখানে নাম ভূমিকায় প্রত্যাবর্তন ঘটছে তার। তবে এসব নিয়েও বিতর্কের শেষ নেই!
কলকাতার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘আমি তো রাজি হলাম অনেক পরে। তার আগে তো কতজনের ছবি, ভিডিও পাঠালাম। আবিরের কথা আমিই বলেছিলাম। তারপর ইন্দ্রনীল সেনগুপ্ত, টোটা রায় চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য সবার নাম বলেছিলাম। বাবুদা সব নাকচ করে দিলেন। ’
বাবুদার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘এদের বয়স অনেক কম হয়ে যাচ্ছে। আমি একটু ম্যাচিওর্ড ফেলুদা চাই। তিনি চাইছিলেন এমন একজন ফেলুদা, যে কাউকে দাবড়ানি দিলে কাজ হবে। সেটার জন্য তার আমাকেই চাই। সো আই অ্যাম ব্যাক।’
তিনি বলেন, ‘একটা সময় আমিই ফেলুদা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সন্তোষ দাদা মারা যাওয়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ও ফেলুদা ছেড়ে দিয়েছিলেন। যদিও তার পরে জটায়ু ছাড়া দু’টো ফেলুদা সৌমিত্র বাবু টেলিভিশনের জন্য করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘সন্দীপ রায় বলেছেন বলে আমি ফেলুদা হিসেবে ফেরত এলাম। ফেলুদার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এটা সত্যজিৎ রায়ের লেখা। বাকি সবকিছু সেখানে নগণ্য। সত্যজিৎ রায়ের লেখা বলেই ফেলুদার এতটা কদর। সেখানে সন্দীপ রায় অনেক পরে আসেন। আমি তো বটেই। এবার কেউ যদি সত্যজিৎ রায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়, নামুক। ফেলুদার কোনও সাবস্টিটিউট এখনও পর্যন্ত নেই।’
সব্যসাচী চক্রবর্তী ১৯৭৫ সালে দিল্লির অ্যান্ড্রু কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করেন। দিল্লির বিখ্যাত হ্যান্স রাজ কলেজ থেকে তিনি বিএসসি ডিগ্রি নেন। ১৯৭৮ সালে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। অভিনয় ছাড়াও প্রকৃতি- পরিবেশের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। ১৯৮৬ সালে ঘর বাঁধেন মিঠু চক্রবর্তীর সঙ্গে, যিনি বাংলা টিভি জগতে জনপ্রিয় এক মুখ। তাদের সংসারের অপর সদস্যরা হলেন দুই ছেলে গৌরব ও অর্জুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন