‘সত্যি মাশরাফি একজন দারুন রকমের যোদ্ধা’

গতকাল শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার টি-২০’র ১ম ম্যাচে হেরে যান মাশরাফির দল। তারপর সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক। কিন্তু এর আগে কোন আগাম বার্তা না দিয়েই হঠাৎ করেই টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলংকার বিপক্ষে চলতি টি২০ সিরিজ দিয়েই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মাশরাফি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কারণ, অন্যান্য ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত অনেক আগেই জানা গেলেও মাশরাফির বেলায় তা ঘটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির অনেক নীতি নির্ধারকরাও তার অবসরের সিদ্ধান্তের কথা জানতেন না।
বিস্ময় প্রকাশ করলেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। প্রথম টি-২০ চলাকালে ধারাভাষ্যকার কোর্টনির কাছে মাশরাফির অবসর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার অবসরের খবর শুনে বিস্মিত হয়েছি। এখন পর্যন্ত সে দারুণ খেলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট মাশরাফিকে দারুণভাবে মিস করবে। কারণ সে একজন সত্যিকারের যোদ্ধা। মাশরাফি যেদিন অবসরের ঘোষণা দিলেন সেদিন বাংলাদেশ ৬ উইকেটে হেরেছে শ্রীলংকার কাছে। মাশরাফি এদিন ২ উইকেট লাভ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন