শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সদরঘাট টার্মিনাল ঘিরে দুর্বৃত্তরা বেপরোয়া : যাত্রীরা সর্বস্ব হারাচ্ছে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সর্বস্ব হারাচ্ছে লঞ্চ যাত্রীরা। লঞ্চে চোর, নদীতে ডাকাত, টার্মিনালে কুলি ও পকেটমার ছাড়াও আশপাশে বেপরোয়া ছিনতাইকারী। অভিযোগ রয়েছে, এসব দুর্বৃত্তদের সহযোগিতা করছে কিছু অসাধু নেতা, ঘাটশ্রমিক নামধারী আলগা লেবার ও পুলিশ।
দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম রুট নৌপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে লঞ্চে। এ সুযোগ কাজে লাগিয়ে নদী, টার্মিনাল ও রাস্তায় বেপরোয়া হয়ে উঠছে পকেটমার, চোর ও ছিনতাইকারী। তাদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে যাত্রীরা। সদরঘাট পুলিশের তৎপরতায় বিভিন্ন সময় লাগেজ, ব্যাগ, মানিব্যগ উদ্ধার হলেও মিলে না হারানো টাকা। এমন ঘটনা নিত্য ঘটছে এখন। গত এক মাসে ২০ জনের লাগেজ, ট্রলি, মানি ও হাত ব্যাগ খুইয়ে প্রায় নিঃস্ব হচ্ছেন অনেকে।

সূত্র জানায়, দুই মাস ধরে টার্মিনালের সিসি ক্যামেরা অকেজো অবস্থায় রয়েছে। তা ছাড়া চোর ধরার বিকল্প পদ্ধতি নেই লঞ্চে। কোনো কোনো লঞ্চে নিরাপত্তা হিসেবে আনসার সদস্য নিয়োগ থাকলেও প্রায় লঞ্চে নেই যাত্রী নিরাপত্তা। তাই চোর সিন্ডিকেটের সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

এ দিকে সদরঘাট টার্মিনালের বুড়িগঙ্গা নদীতে প্রায় সকালে ট্রলার দিয়ে ডাকাতরা নৌকায় থাকা যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে টাকা, মোবাইল ও ল্যাপটপ ছাড়াও মূল্যবান জিনিসপত্র। তবে দেখেও না দেখার ভান করছে নৌপুলিশ। তারা ১২ শ’ টাকায় ভাড়াকৃত ট্রলার দিয়ে বালু, কয়লা, ফল, বিভিন্ন ধরনের গাছ ও মাছসহ নানান ভর্তি জাহাজগুলোকে কৌশলে আটকিয়ে ৫০০ ও এক হাজার করে টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২ মে ভোরে যাত্রী ভর্তি নৌকায় ট্রলার নিয়ে হামলা করে ডাকাতরা। এ সময় বন্দুক ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।

টার্মিনালঘাট শ্রমিক হ্যান্ডেলিংয়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, সকালে টার্মিনালের উদ্দেশে ওই পাড় থেকে আসছিলাম। এ সময় নদীতে ডাবঘাটের কাছে একটি নৌকায় ডাকাতি হচ্ছে। দূর থেকে দেখা ছাড়া কিছু করার ছিল না। নৌপুলিশকে বলার পরও বিষয়টি দেখছে না তারা। সেখানে সাধারণ পাবলিক হয়ে কি করব। টার্মিনাল ঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় এখন প্রায়ই এমন ঘটনা ঘটছে।

চলতি মাসের ৩ মে বিআইডব্লিউটিসির মাস্টার শহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, বরিশালে যাওয়ার জন্য পারাবত-৮ লঞ্চের ডেকে বিছানা করেন। নামাজ পড়তে উপরে গেলে, ফিরে দেখেন ব্যাগ নেই তার। পরে সদরঘাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে ব্যাগ ও দুলাল নামে এক চোরকে আটক করে পুলিশ। দুলাল জানায়, সদরঘাটে কাজ করলে দৈনিক ৫০০ শ’ করে টাকা পাওয়া যায়। লঞ্চের সামনে পন্টুনে দাঁড় করিয়ে ভেতরে যায় তার পরিচিত মুমিন। পরে তাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে টার্মিনালের রাস্তায় গিয়ে দাঁড়াও। পরে অন্য আরেকজন এসে মুমিনের পরিচয় দিয়ে নিয়ে যায় ব্যাগ। এ সময় ঘাটের পশ্চিম পাশের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

গত ১৯ মে শুক্রবার সন্ধ্যায় হিজলার যাত্রী শাওন জানায়, মাগরিব নামাজের ঠিক আগ মুহূর্তে রাজহংস-৮ লঞ্চের ডেকে বিছানা করি আমি। পরে পাশে বিছানো চাদরের ওপরে বসা একজনকে ব্যাগ দেখার অনুরোধ করে নামাজ পড়তে যান তিনি। এসে দেখেন ব্যাগ নেই। এমনকি ওই লোকটিও নেই। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি ব্যাগ। পরে সদরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানায় শাওন।

তিনি জানান, দুই মাস পরে কাতার যাবেন তিনি। পাসপোর্ট ছাড়াও ছেলেমেয়ের কাপড়চোপর ছিল ব্যাগে। টাকা মানিব্যাগে থাকায় নিতে না পারলেও পাসপোর্ট হারিয়ে হায় হায় করছেন তিনি।

নামাজের জায়গা ছাদে মিরপুরে একটি গার্মেন্টে টাইম কিপার হিসেবে কাজ করে সে। গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানার শহরে। গত ২৬ এপ্রিল পটুয়াখালী যাওয়ার জন্য ফয়সাল সিকদার পারাবত লঞ্চে উঠেন। ডেকে বিছানা করেন তিনি। পরে ফল কিনতে হবে। পাশের বিছানার একজনকে ব্যাগ দেখার কথা বলে পন্টুনে যান কিনতে ফল। পরে এসে দেখেন ব্যাগ নেই তার। ওই অবস্থায় চলে যান বাড়ি। পরে সদরঘাটের লেবার সর্দার পরিচয়ে একজন ফোন দিয়ে ব্যাগে থাকা হারিয়ে যাওয়া ১০ হাজার টাকার ৫ হাজার টাকা তার দুলাভাইয়ের কাছে ফেরত দেয়।
ডিএমপি কোতোয়ালি থানার সদরঘাট ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন নয়া দিগন্তকে বলেন, এক সময়ে সদরঘাটে নিত্য চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা ঘটতো। এখন সদরঘাটে কোনো ছিনতাইকারী নেই। তবে মাঝে মধ্যে পকেটমার হচ্ছে। এসব পকেটমারদের আটক করাও হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সদরঘাট টার্মিনালে বিআইডব্লিউটিসির যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন নয়া দিগন্তকে বলেন, মাস খানেক আগ থেকে সিসি ক্যামেরা নষ্ট। তবে ঠিক করতে দেয়া হয়েছে। লঞ্চে চুরি ছাড়াও অনান্য বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে কোনো কিছু মন্তব্য করতে রাজি নন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র