সনু নিগম এবং ইমামদের যা বললেন তসলিমা!
আজান নিয়ে বির্তকের জেড়ে ভারতের সঙ্গীত শিল্পী সনু নিগমকে সমর্থন দিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মৌলভীর করা ফতোয়াকে চ্যালেঞ্জ করে সনু নিগম গতকাল বুধবার নিজ বাড়ীতেই মাথা ন্যাড়া করেন।
আজান নিয়ে বির্তকিত মন্তব্যের পর মঙ্গলবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ঐক্যবদ্ধ কাউন্সিলের নেতা সাঈদ শাহ আতেফ আলি আল কাদরি বলেন, কেউ যদি দেশদ্রোহী সনুকে মাথা ন্যাড়া করে দিতে পারে, পুরনো ছেঁড়া জুতোর মালা তার গলায় পরাতে পারে এবং দেশে ঘোরাতে পারে; তাহলে আমি ঘোষণা করছি, ব্যক্তিগতভাবে তাকে ১০ লাখ রুপি দেবো।
বুধবার সেই ফতোয়ার পাল্টা জবাব দেন সনু। মৌলভীকে ১০ লাখ রুপি তৈরি রাখতে বলেন। জানিয়ে দেন মাথা মোড়াবেন এর প্রেক্ষিতে তসলিমা নিজের টুইটারে লিখেন, ‘কোলকাতার এক ইমাম ফতোয়া জারি করেছিলেন কেউ যদি আমার মুখে কালি মাখতে পারে তাহলে তাকে ৫০ হাজার রুপি দেয়া হবে। এক বন্ধু আমার মুখে কালো রং মেখেছিলো। ওই ইমাম টাকা দেই নি। সব ইমামরাই মিথ্যুক।’
গেলো সোমবার সঙ্গীতশিল্পী সনু আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। এজন্য সনু ভারতসহ নানা দেশেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তার এ মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন