সন্তানকে রেখে পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে ..তারপর
আজ থেকে পাঁচ বছর আগে প্রবাসী স্বামীর সাথেও প্রেম করে বিয়ে হয়েছিলো সাথীর। সৌদি প্রবাসী স্বামী বিশ্বাস করে সব টাকা পাঠাতো প্রিয়তমা স্ত্রীর নামেই।
সেই তিল তিল করে জমানো ভালোবাসা, সন্তানের মায়া, স্বামীর বিশ্বাস সবকিছুকে তুচ্ছ করে পরকীয়ার টানে স্বামীর সংসার থেকে শুধু টাকা আর সম্পদ নিয়ে পালিয়ে যাওয়া ঐ গৃহবধুর আদ্যোপান্ত নিয়ে ফরিদপুর প্রতিনিধি হারুন-অর-রশীদের পাঠানো অনুসন্ধানী প্রতিবেদন।
পরকীয়ার ভয়ানক থাবায় নষ্ট হয়ে গেলো আরও একটি সংসার। এবার ফরিদপুরের সহজ সরল সৌদি প্রবাসী ইউনুস শেখ (২৬) নামের এক ছেলের সাথে প্রতারনার মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ নিয়ে চম্পট দিয়েছে রাজবাড়ি জেলার খলিলপুর এলাকার বিউটি আক্তার সাথী (২০) নামের এক গৃহবধু ।
সাথীর ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর ৫ বছর সংসার করে ১০ লক্ষাধিক নগদ টাকা, ৫ ভরি স্বর্নালংকার, টিভি, ফ্রিজ, খাটসহ সব কিছু নিয়ে তার পরকীয়া প্রেমিক আজাদ (২৫) এর হাত ধরে পালিয়ে গেছে। তারা বর্তমানে রাজবাড়ি জেলা শহরের বাসস্ট্যান্ড এর পাশের এলাকায় বসবাস করছে। সাথীর পরকিয়া প্রেমিকের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
সাথীর প্রতারনার শিকার যুবক ইউনুস ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০১০ সালে মোবাইল ফোনের একটি মিস কলের সূত্র ধরে ফরিদপুরের মমিনখার হাট এলাকার যুবক ইউনুস (২৬) এর সাথে পরিচয় হয় রাজবাড়ি জেলার খলিলপুর এলাকার সাথীর। এর পর তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুজনের সম্মতিতে তারা কোর্ট ম্যারেজ করার সিদ্ধান্ত নেয়।
সৌদি আরব থেকে ইউনুস দেশে এসে বিয়ে করে সাথীকে। বিয়ের পর দুপরিবারই ইউনুস ও সাথীর বিয়ে মেনে নেয়। ইউনুস তার বিবাহিত স্ত্রী সাথীকে নিয়ে তার নিজের বাড়ি ফরিদপুরে নিয়ে যায়। মাত্র ৩ মাস শ্বশুর বাড়ি থেকে পড়ালেখা চালিয়ে যাওয়ার অজুহাতে সাথী তার মায়ের সাথে রাজবাড়িতে নববাস করতে চায়। সাথীর এই দাবী মেনে নেয় ইউনুস। ইউনুস তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে রেখে ভরন পোষন দিতে থাকে এবং বিদেশ থেকে সাথীর চাহিদামত নগদ টাকা পাঠাতে থাকে। বিয়ের পর ইউনুস সৌদি আরব থেকে ২ বার দেশে আসে এবং স্ত্রীর সাথে অল্পদিন কাটানোর পর আবার কর্মস্থল সৌদি আরবের মদিনায় ফিরে যায়।
বিয়ের পরের বছর ২০১২ সালে ইউনুস ও সাথীর ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। আদর করে তার নাম রাখা হয় ইমরান। ইমরান এর বয়স এখন সাড়ে ৩ বছর। বিয়ের পর ইউনুস সাথীকে এস এস সি, এইচ এস সি পাশ করিয়ে গতবছর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রীতে ভর্তি করে।
ইউনুস বিদেশে থাকার সুযোগে সাথী আজাদ সহ বেশ কয়েকজন যুবকের সাথে পরকিয়া প্রেম করতে থাকে। প্রায় প্রতি সপ্তাহে সাথী বিভিন্ন অজুহাতে ইউনুস এর কাছে মোটা অংকের টাকা দাবি করতো। ইউনুস কখনো ব্যাংক এর মাধ্যমে, কখনো বিকাশ আবার কখনো কখনো ভিন্ন পন্থায় সাথীর কাছে টাকা পাঠাতো। ইউনুস এর সরলতার সুযোগ নিয়ে সাথী প্রয়োজনের চেয়েও অনেক বেশি অর্থ পাঠাতে বলতো ইউনুসকে। ইউনুসও তার স্ত্রী সাথীকে খুশি রাখতে তার সব চাহিদা পুরন করতো।
এরই মধ্যে গত ৫ মাস আগে মাদারীপুরের আজাদ নামের একটি ছেলে ইউনুস এর ফেসবুক ম্যাসেঞ্জারে সাথীর সাথে তোলা ঘনিষ্ট ও আপত্তিকর কিছু ছবি পাঠিয়ে ২ লাখ টাকা দাবী করে। অন্যথায় ইউনুসের স্ত্রী সাথীর সাথে তোলা সব আপত্তিকর ছবি ইন্টারনেট এর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকী দেয়। মান সম্মান রক্ষার জন্য ইউনুস আজাদের দাবী অনুযায়ী পুরো টাকা দিতে রাজি হয় এবং এসব ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে না দেবার অনুরোধ করে।
বিষয়টি সম্পর্কে ইউনুস তার স্ত্রী সাথীকে এ ব্যপাারে জিজ্ঞাসা করলে সাথী আজাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করে। এই ঘটনার পর স্ত্রী সাথীর বিষয়ে ইউনুস খোজ খবর নিতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসে। সাথীর সাথে আরো অন্তত ১০ টি ছেলের পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে সে নিশ্চিত হয়।
এরই মধ্যে সাথী তার পরকীয়া প্রেমিক আজাদ এর হাত ধরে গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর বেশ কিছুদিন ঢাকা সহ বিভিন্ন জায়গায় রাত কাটানোর পর সম্প্রতি সাথী এবং আজাদ রাজবাড়ি শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে বলে সাথীর এক খালাতো বোন ফেরদৌসি জানিয়েছে।
সাথী আজাদের হাত ধরে বাড়ি থেকে বের হবার সময় নগদ ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ন, টিভি, ফ্রিজ, খাট সহ কম কওে হলেও ১৫ লাখ টাকার মুল্যবান সব সম্পদ নিয়ে গেছে বলে ইউনুস জানিয়েছে। ইউনুস কর্মস্থল থেকে ছুটি নিয়ে খুব শিঘ্রই দেশে এসে সাথী এবং তার পরকীয়া প্রেমিক আজাদ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং তার একমাত্র সন্তান ইমরানকে বুঝে পেতে আদালতের আশ্রয় নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন