সন্তানদের অভ্যাস তৈরি করুন মিলেমিশে থাকার!
যৌথ পরিবারের ধারণা এখন অতীত। এখন পরিবার বলতে শুধু মা-বাবা এবং এক সন্তান, অথবা কোনো কোনো ক্ষেত্রে দুই সন্তান। বেড়ে ওঠার এই সীমিত পরিসরে সকলের সঙ্গে মিলেমিশে থাকা, জিনিসপত্র ভাগ করে নেওয়ার প্রবণতা আর শিশুদের মধ্যে তৈরিই হচ্ছে না। যথাযথ শিক্ষার অভাবে শিশু হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। এমন অবস্থায় সন্তানকে মিলেমিশে থাকার মন্ত্র শেখানোর দায়িত্ব গিয়ে পড়ে শুধুই মা-বাবার উপর। মনোবিদদের মতে,
• মনে রাখবেন বাবা-মাকে দেখেই সন্তানের অভ্যাস তৈরি হয়। ফলে, আপনি নিজে কতটা মিলেমিশে থাকছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
• মুখে এক, কাজে আর এক করবেন না। সন্তানকে জিনিসপত্র ভাগ করে ব্যবহার করতে বলবেন, আর নিজে তার ঠিক উল্টোটা করবেন না।
• মিলেমিশে থাকা, জিনিসপত্র ভাগ করে নেওয়ার উপকারিতা নিয়ে রূপকথার নানা গল্প রয়েছে। সন্তানকে সেগুলো বলুন। গল্পের ছলেই মনে গেঁথে যাবে নীতিবোধ।
• সন্তানকে নিজের জীবনের গল্পও বলতে পারেন। ওকে বুঝিয়ে দিন, মিলেমিশে থেকে আপনি নিজে কতটা উপকৃত হয়েছেন।
• সন্তানের জন্মদিন বা বিশেষ কোনও দিন উদ্যাপনে কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বা অনাথ আশ্রমে যেতে পারেন। এই ধরনের পরিবেশ আত্মকেন্দ্রিকতা ভুলিয়ে দেয়।
• বাচ্চাকে নিয়ে সামাজিক পরিসরে মেলামেশা বাড়ান। শিশুরা এতে সহজে শেখে, বিভিন্ন বয়সীদের প্রতি কী আচরণ করতে হয়, কী ভাবে সামাজিক হয়ে উঠতে হয়।
• পিঠোপিঠি দুই সন্তান হলে সব জিনিস দুটো করে কিনবেন না। একই বই পড়ে ভাই-বোন দুজনেই কৃতী হতে পারে, এটা আপনিও মনে রাখুন।
• স্কুলে যাতে সন্তান জিনিস ভাগ করে ব্যবহার করে, সেটা শেখান। ওকে বোঝান প্রয়োজনে বন্ধুকে পেন্সিল-রবার দাও, টিফিন ভাগ করে খাও।
• একই সঙ্গে সন্তানকে বোঝান পরীক্ষার সময় খাতা বন্ধুকে দেখানো যায় না। ওটা নিজের মূল্যায়ন।
• সমস্যা তৈরি হওয়ার আগে সতর্ক হন। একদম ছোট থেকেই নজর রাখুন সন্তান যেন আত্মকেন্দ্রিক না হয়।
. কোনো ভিক্ষুককে সাহায্য করতে চাইলে, সেটা সন্তানের হাত দিয়ে করাবেন। এতে শিশু দানের মাধ্যমে ভালোলাগার উপলব্ধি পাবে।
জীবনে মিলেমিশে থাকার আনন্দ অপার। সেই স্বাদ সন্তানকে পেতে দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে
স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন