সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে নেই তামিম
বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাবা হতে চলেছেন তামিম ইকবাল। অবশেষে সুখবরটা নিজেই দিয়েছেন তিনি। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে খেলবেন না বাংলাদেশের ওপেনার।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। তামিমের সন্তানের পৃথিবীর আলো দেখার কথা ২ মার্চ। সে সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চাইছেন। বিসিবিও তামিমকে ছুটি দেওয়ার পক্ষে।
বুধবার রাতে স্ত্রী আয়েশাকে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার কথা তামিমের। সঙ্গে থাকবেন তাঁর মা। মঙ্গলবার রাতেই খুলনা থেকে ঢাকায় চলে এসেছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিও তাই খেলা হচ্ছে না তামিমের।
বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপে খেলবে না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুটি ম্যাচও খেলবে না সে। তার জায়গায় এ দুই ম্যাচে ওপেন করবে ইমরুল কায়েস।’
তাই তামিমকে ছাড়াই ঘরের মাঠের এশিয়া কাপ খেলতে হচ্ছে বাংলাদেশকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন