সন্তানের অভিভাবক হতে পারবেন অবিবাহিত মায়েরাও: সুপ্রিম কোর্ট

অবিবাহিত মায়েরা চাইলে আইনগতভাবে সন্তানের অভিভাবক হতে পারবেন- এমনই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অভিভাবক হওয়ার জন্য সন্তানের বাবার সম্মতি কিংবা তার নাম প্রকাশেরও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে রায়ে।রায় ঘোষণার সময় বিচারক বলেন, মা তার সন্তানের বাবার নাম প্রকাশ করতে না চাইলে তার সম্মতি নেয়ার কোনো প্রয়োজন নেই। এর আগে আদালত আদেশ দিয়েছিল, কোনো নারী তার সন্তানের বৈধ অভিভাবক হতে চাইলে তাকে তার সন্তানের বাবার সম্মতি নিতে হবে।
বিবিসি জানায়, সন্তানের অভিভাবকত্ব চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন একজন মা। তার দাবি ছিল, তিনি তার সন্তানের বাবাকে বিয়েকরেননি এবং বাবা ওই সন্তানের কথা জানেনও না। সেক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব এককভাবে তাকেই দেয়া হোক বলে দাবি করেন ওই নারী। সে সময়ই বিচারিক আদালত এবং দিল্লি হাইকোর্ট ওই নারীকে তার সন্তানের বাবার নাম প্রকাশ করাসহ তার অনুমতি নেয়ার আদেশ দেয়।
কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে পিতৃপরিচয় ছাড়াই অবিবাহিত মায়েদের সন্তানের অভিভাবক হওয়ার রায় দিল। নারী অধিকারকর্মীরা এ রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি ‘অগ্রগতি’।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন