সন্তানের অভিভাবক হতে পারবেন অবিবাহিত মায়েরাও: সুপ্রিম কোর্ট

অবিবাহিত মায়েরা চাইলে আইনগতভাবে সন্তানের অভিভাবক হতে পারবেন- এমনই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অভিভাবক হওয়ার জন্য সন্তানের বাবার সম্মতি কিংবা তার নাম প্রকাশেরও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে রায়ে।রায় ঘোষণার সময় বিচারক বলেন, মা তার সন্তানের বাবার নাম প্রকাশ করতে না চাইলে তার সম্মতি নেয়ার কোনো প্রয়োজন নেই। এর আগে আদালত আদেশ দিয়েছিল, কোনো নারী তার সন্তানের বৈধ অভিভাবক হতে চাইলে তাকে তার সন্তানের বাবার সম্মতি নিতে হবে।
বিবিসি জানায়, সন্তানের অভিভাবকত্ব চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন একজন মা। তার দাবি ছিল, তিনি তার সন্তানের বাবাকে বিয়েকরেননি এবং বাবা ওই সন্তানের কথা জানেনও না। সেক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব এককভাবে তাকেই দেয়া হোক বলে দাবি করেন ওই নারী। সে সময়ই বিচারিক আদালত এবং দিল্লি হাইকোর্ট ওই নারীকে তার সন্তানের বাবার নাম প্রকাশ করাসহ তার অনুমতি নেয়ার আদেশ দেয়।
কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে পিতৃপরিচয় ছাড়াই অবিবাহিত মায়েদের সন্তানের অভিভাবক হওয়ার রায় দিল। নারী অধিকারকর্মীরা এ রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি ‘অগ্রগতি’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন